শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শরত বাহার

শাহীন রায়হান

শরত বাহার

মিঠে কড়া রোদ

বৃক্ষ ফলদ

রাত জাগা পাখি ছানা

গলা জুড়ে তার

সাতনরি হার

স্বপ্নিল দুটি ডানা।

 

সকাল দুপুর

দু’পায়ে নূপুর

বেজে যায় রিনঝিন

খুশি হয় খুব

ঘাস ফুলে টুপ

এলে শেফালির দিন।

 

মেঘ ছানা তুল

ফড়িং চটুল

কাশ মেয়ে বলে কথা

ভালো লাগে তার

শরত বাহার

মায়াবী সাগর লতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর