বাবা কিনে আজ এনেছেন
একটা কাতল মাছ,
মাছ দেখে আজ খোকন সোনা দেয় খুশিতে নাচ।
মাছ ভাজা না পেলে থালায়
মুখ হয়ে যায় ভার,
মাছ পেলে দেয় মিষ্টি করে
হাসি উপহার।
খাবার সময় হঠাৎ করে
কী হলো? হৈ চৈ?
মাছ ভাজা কে করলো সাবাড়
দুষ্টু বিড়াল কই?
বাবা কিনে আজ এনেছেন
একটা কাতল মাছ,
মাছ দেখে আজ খোকন সোনা দেয় খুশিতে নাচ।
মাছ ভাজা না পেলে থালায়
মুখ হয়ে যায় ভার,
মাছ পেলে দেয় মিষ্টি করে
হাসি উপহার।
খাবার সময় হঠাৎ করে
কী হলো? হৈ চৈ?
মাছ ভাজা কে করলো সাবাড়
দুষ্টু বিড়াল কই?