রোদটা পাজি ধরল বাজি
আমায় দেবে গরম
বটের ছায়ায় লুকাই আমি
রোদটা পেল শরম।
তৃষ্ণা পেল জল খাবো তাই
জল রেখেছে তেপে
দুষ্টু আমি গরম জলে
দিলাম বরফ মেখে।
খেলবো আমি পারছি না তো
যাচ্ছি শুধু ঘেমে
ডুব সাঁতারে খেলতে সবাই
গেলাম জলে নেমে।
বারে বারে রোদটা হেরে
চুপটি করে থাকে
রেগে মেগে মেঘের আড়ে
আচমকা মুখ ঢাকে।