ভোর বেলাতে শিস দিয়ে যায়
সবুজ পাতার ফাঁকে
এ ডাল ও ডাল উড়ে বেড়ায়
মিষ্টি সুরে ডাকে।
কোন পাখিটি সবাই চিনে
থাকে আশেপাশে?
‘দোয়েল নামের একটি পাখি
ভোরের আলোয় হাসে।’
ভদ্র স্বভাব সাদা-কালো
দুই রঙা এই পাখি
বাংলাদেশের জাতীয় পাখি
সবাই মনে রাখি।
ভোর বেলাতে শিস দিয়ে যায়
সবুজ পাতার ফাঁকে
এ ডাল ও ডাল উড়ে বেড়ায়
মিষ্টি সুরে ডাকে।
কোন পাখিটি সবাই চিনে
থাকে আশেপাশে?
‘দোয়েল নামের একটি পাখি
ভোরের আলোয় হাসে।’
ভদ্র স্বভাব সাদা-কালো
দুই রঙা এই পাখি
বাংলাদেশের জাতীয় পাখি
সবাই মনে রাখি।
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম