ঝমঝমিয়ে বৃষ্টি এলে
ভাল্লাগে যে খুব
খুকু দেখবে বৃষ্টি আর ঐ
কোলা ব্যাঙের ডুব।
ওরে দুষ্টু ওরে মিষ্টি
বৃষ্টিতে ভিজে সারা
স্বপ্ন দ্যাখে বড় হয়ে
আকাশ ছুঁবে ওরা।
অলস দুপুর টাপুর টুপুর
সারাটা দিন থাকে
গ্রাম্য বধূ নকশি কাঁথায়
মনের ছবি আঁকে।
সন্ধ্যা হলেই বসতো নাকি
ঝিঁঝি আলোর বাসর
চায়ের সাথে চালভাজা আর
পুঁথি পাঠের আসর।
আগের দিনের গল্প অনেক
শুনি দাদির কাছে
বৃষ্টি নিয়ে মজার খুশি
জীবনজুড়ে আছে।