পাবনা থেকে ফিরে এসে
ভাবনা দিদির পিসা,
ক্ষুধা পেলে খাবেন নাকি
গুঁড়া করে সিসা।
সিসা গুঁড়ার সঙ্গে আবার
দস্তার গুঁড়া মিশা।
এসব শুনে তার পড়শীরা
হারায় জ্ঞান দিশা।
খবর পেয়ে আসলো হেকিম
সুদূর হুগলি জিলা,
সঙ্গে করে নিয়ে আসলো
কঠিন পাথর শিলা।
শীলায় বেঁটে ওষুধ বানায়
কি যে আজব লীলা,
হেকিম শেষে বললো পিসার
মাথার স্ক্রু ঢিলা।