বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
কী অপরূপ রূপ
খোকা-খুকু ঘরের ভেতর
আর থাকে কি চুপ?
বৃষ্টি ভিজে কাকভেজা হয়
জল ঝরে টুপটুপ
হাওর-ডোবায় পানকৌড়ির ছা
দেয় বুঝি দেয় ডুব!
গাছের ডালে লক্ষ্মীপ্যাঁচা
নড়ল হঠাৎ--ঝুপ
পিছলা উঠোন, জল-কাদাতে
পড়ল দাদু--ধুপ্!
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
কী অপরূপ রূপ
খোকা-খুকু ঘরের ভেতর
আর থাকে কি চুপ?
বৃষ্টি ভিজে কাকভেজা হয়
জল ঝরে টুপটুপ
হাওর-ডোবায় পানকৌড়ির ছা
দেয় বুঝি দেয় ডুব!
গাছের ডালে লক্ষ্মীপ্যাঁচা
নড়ল হঠাৎ--ঝুপ
পিছলা উঠোন, জল-কাদাতে
পড়ল দাদু--ধুপ্!