ঈদের অগ্রিম বাস টিকিট ছাড়ার দ্বিতীয় দিনেই গত শনিবার রাজধানীর সব বাস কাউন্টার থেকে টিকিট উধাও হয়ে গেছে। বলা হচ্ছে, সব টিকিটই বিক্রি হয়ে গেছে কাউন্টার থেকে। বাস কাউন্টারে টিকিট না পাওয়া গেলেও কালোবাজারে তার অভাব নেই। ৫০০ টাকার টিকিট ৮০০ টাকা দিলেই তা চলে আসছে ক্রেতার হাতে। বাস কাউন্টারে টিকিট না থাকায় যাত্রীরা নিরুপায় হয়ে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছোটাছুটি করছেন। গত শনিবার প্রচণ্ড গরম সহ্য করে লাইনে দাঁড়িয়েও বাসের টিকিট পায়নি বেশির ভাগ যাত্রী। টিকিটের জন্য অনেককে হা-হুতাশও করতে দেখা গেছে। চলতি বছর অনলাইনেও বাসের টিকিট কিনেছেন অনেকে। তবে সে ক্ষেত্রেও অভিযোগ রয়েছে, টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বিক্রি হয়ে গেছে নির্ধারিত টিকিট। অনলাইনে বাসের টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট একটি সেবাদানকারী প্রতিষ্ঠান বলেছে, তারা ১০টি পরিবহনের টিকিট বিক্রি করেছেন। এসব পরিবহন তাদের মোট টিকিটের ১০ থেকে ৩০ শতাংশ অনলাইনে বিক্রি করেছে। তবে তিন সপ্তাহ ধরে লোকজন কল সেন্টার ও অনলাইনে যোগাযোগ করছিল টিকিটের জন্য। ফলে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই অনেকে একসঙ্গে টিকিট নিয়েছেন। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করা আমাদের দেশের প্রচলিত রীতি। এ জন্য যত কষ্ট হোক, যত বাড়তি অর্থ হোক তার বিনিময়েও পরিবহন টিকিট পেতে উন্মুখ থাকে ঘরমুখো যাত্রীরা। ঈদ উপলক্ষে দূরপাল্লার পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেলেও সে তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাওয়ায় ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থার সৃষ্টি হয়। চলতি বছর টিকিট বিক্রির ব্যবস্থাপনায় বৈচিত্র্য এলেও কীভাবে কালোবাজারিদের কাছে টিকিট চলে যাচ্ছে সে সদুত্তর কারও কাছ থেকে পাওয়া যায়নি। টিকিট কালোবাজারি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যথার্থ ভূমিকা রাখলে কালোবাজারি অনেকাংশে বন্ধ করা সম্ভব।
শিরোনাম
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন
- অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের
- ‘বাকসু’ বিএম কলেজের, দাবি সাবেক ছাত্র নেতাদের
- শাহবাগে শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড, যে ব্যাখ্যা ডিএমপি'র
- ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে : সালাহউদ্দিন
- কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দের উদ্বোধন
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
বাস টিকিট কালোবাজারি
হয়রানির শিকার ঘরমুখো যাত্রীরা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর