অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা একের পর এক টার্গেট কিলিং শুরু করেছে। অশুভ এই চক্রের হাতে সর্বশেষ গত মঙ্গলবার ঝিনাইদহে প্রাণ হারিয়েছেন গোপাল ঠাকুর (৭৫) নামের এক বর্ষীয়ান পুরোহিত। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইসলামী স্টেট (আইএস) নামের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। এর আগে খ্রিস্টান, বৌদ্ধ ধর্মযাজক ও পুরোহিতরাও জঙ্গি হামলার শিকার হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মুক্তবুদ্ধির চর্চাকারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত ধর্মযাজকসহ সাধারণ মানুষকেও তারা টার্গেট করছে। দেশে একের পর এক টার্গেট কিলিং হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো গভীর অন্ধকারে। অপরাধীদের শাস্তি বিধানের ব্যর্থতা দুর্বৃত্তদের যা ইচ্ছে তাই করার সাহস জোগাচ্ছে। মনে হচ্ছে দেশ ও জাতিকে এক গভীর ষড়যন্ত্রে ফেলার জন্য অশুভ এক মহল টার্গেট কিলিংয়ের আশ্রয় নিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের আকাশছোঁয়া সুনামকে ভূলুণ্ঠিত করার চক্রান্ত চালাচ্ছে তারা। এ অপকর্মে যুদ্ধাপরাধীদের একটি দল জড়িত বলে সরকারি নেতারা প্রায়ই অভিযোগ করছেন। বাংলাদেশের স্বাধীনভাবে পথ চলা এবং অগ্রগতিতে নাখোশ কোনো কোনো পশ্চিমা দেশের ষড়যন্ত্রে টার্গেট কিলিংয়ের আশঙ্কাও করা হচ্ছে কোনো কোনো মহলের পক্ষ থেকে। সর্বশেষ উঠেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নাম। বাংলাদেশের জঙ্গি তত্পরতা সম্পর্কে ইসরায়েলি মহলের অতিউৎসাহী ভূমিকার বিষয়টি বেশ পুরনো। দায়িত্বশীলদের পক্ষ থেকে এমন অভিযোগ ওঠার পর উৎকণ্ঠার বিস্তারও ঘটেছে সমানতালে। টার্গেট কিলিংয়ে যারাই জড়িত থাকুক তা উদঘাটনের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর— বড় মাপে সরকারের। এ পর্যন্ত কোনো টার্গেট কিলিংয়ের হোতাকে আইনের আওতায় আনা সম্ভব না হওয়ায় তারা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে। শুধু জননিরাপত্তা নয়, সরকারের জন্যও অশনি সংকেত সৃষ্টি করছে। নিজেদের স্বার্থেই অপরাধীদের আইনের আওতায় আনা তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। অপরাধী যেই হোক তাকে ধরতে হবে। এর অন্যথা হওয়া উচিত নয়।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
বন্ধ হোক টার্গেট কিলিং
অপরাধী যেই হোক তাকে ধরতেই হবে
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর