ঈদের দীর্ঘ নয় দিনের সরকারি ছুটি শেষে গতকাল অফিস আদালত খুললেও সর্বত্রই ছিল অবকাশের আমেজ। অফিস খোলার প্রথম দিনে গতকাল সিংহভাগ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্নপদস্থরা সময় কাটিয়েছেন কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় ও খোশগল্প করে। প্রথম দিনে হাজিরা খাতায় স্বাক্ষর ছাড়া প্রাতিষ্ঠানিক কাজকর্ম শুরু হয়নি বললেই চলে। কর্মকর্তা কর্মচারীদের অনেকেই অফিসে উপস্থিত হয়েছেন দেরিতে। গরহাজির ছিলেন কেউ কেউ। চলতি বছর নানা উপলক্ষ যোগ করে ঈদের ছুটি ছিল নয় দিন। দেশের সিংহভাগ বেসরকারি অফিসে সপ্তাহে ছয় দিন কাজ হলেও সরকারি অফিসে কাজ হয় পাঁচ দিন। বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি তিন থেকে চার দিনে সীমাবদ্ধ থাকলেও সরকারি চাকুরেরা ভোগ করেছেন দ্বিগুণেরও বেশি। তারপরও অফিস খোলার প্রথম দিনে সব সরকারি অফিসে ছুটির যে আমেজ বিরাজ করেছে তা ছিল অনাকাঙ্ক্ষিত। এ বছর স্বজনদের সঙ্গে যারা ঈদ পালনের জন্য রাজধানী বা মহানগরগুলোর বাইরে গেছেন, তারা অপেক্ষাকৃত স্বস্তিদায়ক যাতায়াতের সুযোগ পেয়েছেন। মহাসড়কগুলোর সংস্কার বিশেষত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় যানজটের অভিশাপ থেকে রেহাই পেয়েছে ঘরমুখো লাখ লাখ মানুষ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার ক্ষেত্রেও এবার অস্বস্তিকর তেমন কোনো অবস্থার শিকার হতে হয়নি। এটি ছিল প্রশংসনীয় দিক। তবে উৎসব পালনের জন্য যারা রাজধানীর বাইরে গিয়েছিলেন তাদের যাতায়াত আরও সুখকর হতে পারত রাস্তা নির্মাণ বা মেরামত কাজের মান আরেকটু ভালো হলে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন স্পষ্টভাবে। নয় দিনের সরকারি ছুটি শেষে রাজধানীসহ সারা দেশ কর্মচাঞ্চল্যে ভরে উঠবে, সরকারি অফিসগুলো যাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হয় সেই করদাতাদের সেবায় অবদান রাখবে এমনটিই দেখতে চায় দেশের মানুষ। সরকারি অফিসগুলো যাতে এলোমেলো করে দে মা লুটেপুটে খাইয়ের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারে সে প্রত্যাশাও তারা পোষণ করছেন নিভৃতে। দেশের অগ্রগতি নিশ্চিত করতে চাইলে সরকারকে এ ব্যাপারে দৃঢ় মনোভাবের পরিচয় দিতে হবে।
শিরোনাম
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা