প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের ফলশ্রুতিতে পাল্টে যাচ্ছে সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের চালচিত্র। দেশের রেমিট্যান্স আয়ের সবচেয়ে বড় উৎস সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পূর্ণ বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এ বিষয়টি নিয়ে কাজ করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ উদ্যোগের ফলে সৌদি আরবে কর্মরত প্রবাসীরা যে কোনো ধরনের দুর্ঘটনা ঝুঁকি, মৃত্যুঝুঁকি, সন্তানের শিক্ষা সুবিধাসহ বীমার আওতায় আসে এমন সব ধরনের ঝুঁকির বিপরীতে সুবিধা পাবেন। বীমা সুবিধা পাওয়ার পাশাপাশি সৌদি থেকে সহজভাবে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধা, প্রবাসী প্রজন্মকে দেশীয় শিক্ষায় শিক্ষিত করতে বিদ্যালয়ের জন্য নিজস্ব জায়গা এবং মদিনা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়েও কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। স্মর্তব্য, বাদশাহ সালমানের আমন্ত্রণে গত মাসের প্রথম সপ্তাহে সৌদি আরব সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশিরা বেশ কিছু সমস্যা তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে উদ্যোগ নিতে নির্দেশ দেন। প্রবাসীদের বীমার আওতায় আনতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি নতুন পলিসির অনুমোদন দিয়েছে। সৌদি প্রবাসীরাও ওই বীমার সুবিধা নিতে পারবেন। এ ছাড়া তাদের জন্য পৃথকভাবে কোনো বীমা সুবিধা চালু করা যায় কিনা, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। প্রবাসীদের জন্য যে পলিসির অনুমোদন দেওয়া হয়েছে তার আওতায় দেড় হাজার টাকা প্রিমিয়ামে সাড়ে ৭ লাখ টাকার কাভারেজ দেওয়া হবে দেশীয় কোম্পানির মাধ্যমে। গ্রাহকের যে কোনো আকস্মিক দুর্ঘটনা ও মৃত্যুজনিত দাবিও পূরণ করবে বীমাকারী প্রতিষ্ঠান। এ বীমার আওতায় বীমা গ্রহীতাদের সন্তানদের জন্যও শিক্ষাবৃত্তি দেওয়া হবে। সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকারের গৃহীত উদ্যোগগুলো প্রশংসার দাবিদার। আমরা আশা করব শুধু সৌদি আরব নয় বিদেশে কর্মরত সব স্বদেশির স্বার্থ সংরক্ষণেও সরকারের পক্ষ থেকে নজর দেওয়া হবে। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশি দূতাবাসগুলোকেও এ ব্যাপারে সক্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
প্রশংসনীয় উদ্যোগ
প্রবাসীদের কল্যাণে আরও পদক্ষেপ নিন
Not defined
প্রিন্ট ভার্সন