খোলাবাজারে যখন চিনি, মসুরের ডাল ও ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী তখন বাজার নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি রাজধানীসহ সারা দেশে খোলাবাজারে তিনটি ভোগ্যপণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর ৩০টি পয়েন্টসহ সারা দেশের বিভাগীয় ও জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ১৮০টি ভ্রাম্যমাণ ট্রাকে গতকাল থেকে পণ্য বিক্রি শুরু হয়েছে। ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। ট্রাক সেলে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, সয়াবিন ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৮৯ টাকা ৯৫ পয়সা দরে বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে খোলাবাজারে চিনি, তেল ও মসুরের ডাল বিক্রির সিদ্ধান্ত দৃশ্যত প্রশংসনীয় হলেও তা বাজার নিয়ন্ত্রণে কতটা ভূমিকা রাখবে তা স্পষ্ট নয়। রাস্তায় লাইন দিয়ে পণ্য কেনার মানসিকতা পোষণ করেন এমন মধ্যবিত্ত স্তরের ক্রেতা সত্যিকার অর্থেই কম। তাছাড়া চিনি, তেল ও ডাল কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে সময়ের যে অপচয় হয় তাতে প্রকৃত লাভের চেয়ে লোকসান হওয়ারই আশঙ্কা থাকে। বাজারে দেশে পরিশোধিত বিদেশি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। চিনির দাম মাত্র তিন মাস আগে ছিল কেজি প্রতি ৪০-৪২ টাকা। সরকারি চিনিকলগুলোকে টিকিয়ে রাখতে আমদানিকৃত চিনির ওপর শুল্ক বৃদ্ধির পরিণতিতে সেই যে দাম বেড়ে যায় আর কমার নাম নেই। প্রশ্ন হলো লাগাতার লোকসান দেওয়া সত্ত্বেও সরকারি খাতের চিনিকলগুলোকে টিকিয়ে রাখা হচ্ছে কেন? দেশের মানুষ সরকারি চিনিকলগুলোকে বাঁচিয়ে রাখতে প্রতিবছর কোটি কোটি টাকা লোকসান গুনবে, অন্যদিকে একই অজুহাতে আমদানিকৃত চিনির ওপর শুল্কের বোঝা চাপিয়ে দেশবাসীর পকেট কাটা হবে তা কোনোভাবেই কাম্য নয়। ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিতে কোনো যৌক্তিক কারণ না থাকলেও ঈদুল আজহাকে সামনে রেখে এ পণ্যটির দাম বেড়েছে। ডালের বাজারে যে অস্থিরতা বিরাজ করছে তারও যুক্তিসঙ্গত কারণ নেই। সাধারণ মানুষের ভোগান্তির অবসানে টিসিবির উদ্যোগে খোলাবাজারে পণ্য বিক্রিই শুধু নয়, নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা বিরাজ করছে তার লাগাম টেনে ধরতেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
টিসিবির ট্রাক সেল
বাজার নিয়ন্ত্রণেরও পদক্ষেপ নিন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর