প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার আরও বড় সাফল্য দেখিয়েছে শিক্ষার্থীরা। দেশের আগামী দিনের কাণ্ডারিরা এ চার পরীক্ষায় যেমন আগের চেয়ে বেশি হারে পাস করেছে তেমন জিপিএ-৫ পেয়েছেও বেশি। ফলাফলে জেএসসি-জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে ৯৮ দশমিক ৫১ ও ইবতেদায়িতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ পাস করেছে। গত কয়েক বছরের তুলনায় এবার ভালো ফল করেছে শিক্ষার্থীরা। প্র্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ শিক্ষার্থী। এ ছাড়া ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ২ লাখ ৫৭ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ শিক্ষার্থী। জেএসসিতে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এ বছর ১৯ লাখ ৯৩ হাজার ৩১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। গত বছরের তুলনায় পাস বেড়েছে ৭০ হাজার ৭২৬। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ শিক্ষার্থী। গত বছর ১৯ লাখ ২৯ হাজার ৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছিল ১ লাখ ৮৭ হাজার ৫০২ জন। জেডিসিতে ৩ লাখ ৫৩ হাজার ৬৪৩ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫২৯ জন। গত বছরের তুলনায় এ বছর বেশি পাস করেছে ১৫ হাজার ১৬৭ শিক্ষার্থী। গত বছর ৩ লাখ ৪৩ হাজার ১৯০ ছাত্রছাত্রী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৭৬১ জন। এবার জেএসসিতে ৬ হাজার ২৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৫ হাজার ৭৯৯টি। প্রাথমিক ও জুনিয়র শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় ভালো ফল লাখ লাখ পরিবারকে উল্লসিত করেছে সন্দেহ নেই। তবে এ সাফল্য ধরে রাখার ক্ষেত্রেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রত্যয়ী হতে হবে। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেও উদ্যোগ নিতে হবে। বিশেষত মেয়েশিশুদের ধরে রাখতে সকল পর্যায়েই উৎসাহ জোগাতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ