প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার আরও বড় সাফল্য দেখিয়েছে শিক্ষার্থীরা। দেশের আগামী দিনের কাণ্ডারিরা এ চার পরীক্ষায় যেমন আগের চেয়ে বেশি হারে পাস করেছে তেমন জিপিএ-৫ পেয়েছেও বেশি। ফলাফলে জেএসসি-জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে ৯৮ দশমিক ৫১ ও ইবতেদায়িতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ পাস করেছে। গত কয়েক বছরের তুলনায় এবার ভালো ফল করেছে শিক্ষার্থীরা। প্র্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ শিক্ষার্থী। এ ছাড়া ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ২ লাখ ৫৭ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ শিক্ষার্থী। জেএসসিতে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এ বছর ১৯ লাখ ৯৩ হাজার ৩১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। গত বছরের তুলনায় পাস বেড়েছে ৭০ হাজার ৭২৬। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ শিক্ষার্থী। গত বছর ১৯ লাখ ২৯ হাজার ৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছিল ১ লাখ ৮৭ হাজার ৫০২ জন। জেডিসিতে ৩ লাখ ৫৩ হাজার ৬৪৩ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫২৯ জন। গত বছরের তুলনায় এ বছর বেশি পাস করেছে ১৫ হাজার ১৬৭ শিক্ষার্থী। গত বছর ৩ লাখ ৪৩ হাজার ১৯০ ছাত্রছাত্রী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৭৬১ জন। এবার জেএসসিতে ৬ হাজার ২৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৫ হাজার ৭৯৯টি। প্রাথমিক ও জুনিয়র শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় ভালো ফল লাখ লাখ পরিবারকে উল্লসিত করেছে সন্দেহ নেই। তবে এ সাফল্য ধরে রাখার ক্ষেত্রেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রত্যয়ী হতে হবে। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেও উদ্যোগ নিতে হবে। বিশেষত মেয়েশিশুদের ধরে রাখতে সকল পর্যায়েই উৎসাহ জোগাতে হবে।
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
প্রাথমিক ও জুনিয়র পরীক্ষার ফলাফল
স্কুল পর্যায়ে ঝরে পড়াও রোধ করতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর