প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার আরও বড় সাফল্য দেখিয়েছে শিক্ষার্থীরা। দেশের আগামী দিনের কাণ্ডারিরা এ চার পরীক্ষায় যেমন আগের চেয়ে বেশি হারে পাস করেছে তেমন জিপিএ-৫ পেয়েছেও বেশি। ফলাফলে জেএসসি-জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে ৯৮ দশমিক ৫১ ও ইবতেদায়িতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ পাস করেছে। গত কয়েক বছরের তুলনায় এবার ভালো ফল করেছে শিক্ষার্থীরা। প্র্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ শিক্ষার্থী। এ ছাড়া ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ২ লাখ ৫৭ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ শিক্ষার্থী। জেএসসিতে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এ বছর ১৯ লাখ ৯৩ হাজার ৩১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। গত বছরের তুলনায় পাস বেড়েছে ৭০ হাজার ৭২৬। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ শিক্ষার্থী। গত বছর ১৯ লাখ ২৯ হাজার ৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছিল ১ লাখ ৮৭ হাজার ৫০২ জন। জেডিসিতে ৩ লাখ ৫৩ হাজার ৬৪৩ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫২৯ জন। গত বছরের তুলনায় এ বছর বেশি পাস করেছে ১৫ হাজার ১৬৭ শিক্ষার্থী। গত বছর ৩ লাখ ৪৩ হাজার ১৯০ ছাত্রছাত্রী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৭৬১ জন। এবার জেএসসিতে ৬ হাজার ২৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৫ হাজার ৭৯৯টি। প্রাথমিক ও জুনিয়র শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় ভালো ফল লাখ লাখ পরিবারকে উল্লসিত করেছে সন্দেহ নেই। তবে এ সাফল্য ধরে রাখার ক্ষেত্রেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রত্যয়ী হতে হবে। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেও উদ্যোগ নিতে হবে। বিশেষত মেয়েশিশুদের ধরে রাখতে সকল পর্যায়েই উৎসাহ জোগাতে হবে।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
প্রাথমিক ও জুনিয়র পরীক্ষার ফলাফল
স্কুল পর্যায়ে ঝরে পড়াও রোধ করতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর