প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার আরও বড় সাফল্য দেখিয়েছে শিক্ষার্থীরা। দেশের আগামী দিনের কাণ্ডারিরা এ চার পরীক্ষায় যেমন আগের চেয়ে বেশি হারে পাস করেছে তেমন জিপিএ-৫ পেয়েছেও বেশি। ফলাফলে জেএসসি-জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে ৯৮ দশমিক ৫১ ও ইবতেদায়িতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ পাস করেছে। গত কয়েক বছরের তুলনায় এবার ভালো ফল করেছে শিক্ষার্থীরা। প্র্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ শিক্ষার্থী। এ ছাড়া ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ২ লাখ ৫৭ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ শিক্ষার্থী। জেএসসিতে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এ বছর ১৯ লাখ ৯৩ হাজার ৩১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। গত বছরের তুলনায় পাস বেড়েছে ৭০ হাজার ৭২৬। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ শিক্ষার্থী। গত বছর ১৯ লাখ ২৯ হাজার ৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছিল ১ লাখ ৮৭ হাজার ৫০২ জন। জেডিসিতে ৩ লাখ ৫৩ হাজার ৬৪৩ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫২৯ জন। গত বছরের তুলনায় এ বছর বেশি পাস করেছে ১৫ হাজার ১৬৭ শিক্ষার্থী। গত বছর ৩ লাখ ৪৩ হাজার ১৯০ ছাত্রছাত্রী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৭৬১ জন। এবার জেএসসিতে ৬ হাজার ২৪৭ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৫ হাজার ৭৯৯টি। প্রাথমিক ও জুনিয়র শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় ভালো ফল লাখ লাখ পরিবারকে উল্লসিত করেছে সন্দেহ নেই। তবে এ সাফল্য ধরে রাখার ক্ষেত্রেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রত্যয়ী হতে হবে। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেও উদ্যোগ নিতে হবে। বিশেষত মেয়েশিশুদের ধরে রাখতে সকল পর্যায়েই উৎসাহ জোগাতে হবে।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ