সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইতিহাস

তৈমুরের আক্রমণ

ফিরোজ শাহের বংশধরগণ যখন গৃহবিবাদে জড়িত এবং তাদের নীতির ফলে সাম্রাজ্যের ধ্বংস যখন অনিবার্য, তখন সমরকন্দের অধিপতি আমির তৈমুর এক বিরাট তুর্কি সেনাবাহিনী নিয়ে ভারত আক্রমণ করেন। তৈমুর ছিলেন তুর্কি চাঘতাই বংশীয় তুরঘাই-এর পুত্র। তার পূর্বপুরুষগণ ধর্মীয় দিক থেকে সামানী বৌদ্ধ ছিলেন। তৈমুরের পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তৈমুর ‘লঙ্গ’ খোঁড়া ছিলেন। এ জন্য তিনি ইতিহাসে তৈমুরলঙ্গ নামে পরিচিত। তেত্রিশ বছর বয়সে তৈমুর চাঘতাই তুর্কিদের নতুনত্বপদ লাভ করেন। এ সময়ে তার মনে পৃথিবী জয়ের বাসনা জাগরিত হয়। পারস্য, আফগানিস্তান ও মেসোপটেমিয়া অধিকারের পর তিনি ভারতের দিকে অগ্রসর হন। তৈমুরের ভারতবর্ষ আক্রমণের কারণ সম্ভবত তিনটি। প্রথমত, ভারতবর্ষের বিপুল সম্পদ তাকে এ দেশের প্রতি আকৃষ্ট করেছিল। দ্বিতীয়ত, রাজ্য জয়ের আনন্দ। অনেকের মতে, তার সামরিক প্রতিভা তাকে এ দেশ আক্রমণে উৎসাহিত করেছিল। এতদ্ব্যতীত, এ সময়ের রাজনৈতিক পরিস্থিতিও আক্রমণকারীর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর