পদ্মা সেতু প্রকল্পে ঘুষ দুর্নীতির ষড়যন্ত্র সম্পর্কিত অভিযোগকে শেষ পর্যন্ত গালগল্প বলে নাকচ করে রায় দিয়েছে কানাডার একটি আদালত। বিশ্বব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ করেই ক্ষান্ত হয়নি, প্রকল্পের অর্থায়ন থেকেও সরে আসার সিদ্ধান্ত নেয়। বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহার করায় প্রকল্প থেকে এশীয় উন্নয়ন ব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থাও সরে আসে। বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয় বিশ্বব্যাংকের এ সিদ্ধান্তে। যে প্রকল্পের জন্য বিশ্বব্যাংক একটি টাকাও ছাড় দেয়নি, সে প্রকল্পে কীভাবে দুর্নীতি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলাদেশ। কিন্তু এ প্রশ্নের সদুত্তর দেওয়া থেকে বিরত থাকে বিশ্বব্যাংক। বাধ্য হয়ে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। দীর্ঘ ছয় বছর পর কানাডার আদালতের রায়ে প্রমাণিত হয়েছে বিশ্বব্যাংকের কথিত অভিযোগটি ছিল অন্তঃসারশূন্য বা গালগল্পের নামান্তর। এ রায় বিশ্বপরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করবে বলে আশা করা যায়। পাশাপাশি বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থার জন্য বিড়ম্বনা সৃষ্টি করেছে মামলার রায়। পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার সময় যুক্তি দেখিয়েছিল তারা বাংলাদেশের জনগণের অর্থের অপচয় চান না। পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন থেকে সরে যাওয়ায় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করতে হয়। দেশের অগ্রগতির সহায়ক প্রকল্পটি সময়মতো বাস্তবায়িত না হওয়ায় সার্বিক মূল্যায়নে বাংলাদেশের সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষয়ক্ষতির দায় বিশ্বব্যাংক এড়াতে পারে না এবং এ বিষয়ে তাদের জবাবদিহিতার সম্মুখীন হওয়ার সৎ সাহস থাকা উচিত। কানাডার আদালতের রায় প্রমাণ করেছে দাতা সংস্থাগুলোর সিদ্ধান্তের পিছনে স্বচ্ছতার অভাব রয়েছে। ঋণ গ্রহীতা দেশের উন্নয়নে সহায়তা করার বদলে নিজেদের উদ্দেশ্য পূরণেই তারা বেশি উন্মুখ। এ প্রেক্ষাপটে ভবিষ্যতে সরকার যে কোনো প্রকল্পে বিদেশি অর্থায়নের ব্যাপারে চোখ-কান খোলা রাখার নীতি অবলম্বন করবে এমনটিই কাঙ্ক্ষিত।
শিরোনাম
- শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত
- পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান
- ফরিদপুরে এ কে আজাদকে অবাঞ্ছিত ঘোষণা
- মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন
- শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
- ফাজিল পরীক্ষা শুরু শনিবার, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
- সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি : মির্জা ফখরুল
- ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’