পদ্মা সেতু প্রকল্পে ঘুষ দুর্নীতির ষড়যন্ত্র সম্পর্কিত অভিযোগকে শেষ পর্যন্ত গালগল্প বলে নাকচ করে রায় দিয়েছে কানাডার একটি আদালত। বিশ্বব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ করেই ক্ষান্ত হয়নি, প্রকল্পের অর্থায়ন থেকেও সরে আসার সিদ্ধান্ত নেয়। বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহার করায় প্রকল্প থেকে এশীয় উন্নয়ন ব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থাও সরে আসে। বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয় বিশ্বব্যাংকের এ সিদ্ধান্তে। যে প্রকল্পের জন্য বিশ্বব্যাংক একটি টাকাও ছাড় দেয়নি, সে প্রকল্পে কীভাবে দুর্নীতি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলাদেশ। কিন্তু এ প্রশ্নের সদুত্তর দেওয়া থেকে বিরত থাকে বিশ্বব্যাংক। বাধ্য হয়ে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। দীর্ঘ ছয় বছর পর কানাডার আদালতের রায়ে প্রমাণিত হয়েছে বিশ্বব্যাংকের কথিত অভিযোগটি ছিল অন্তঃসারশূন্য বা গালগল্পের নামান্তর। এ রায় বিশ্বপরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করবে বলে আশা করা যায়। পাশাপাশি বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থার জন্য বিড়ম্বনা সৃষ্টি করেছে মামলার রায়। পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার সময় যুক্তি দেখিয়েছিল তারা বাংলাদেশের জনগণের অর্থের অপচয় চান না। পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন থেকে সরে যাওয়ায় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করতে হয়। দেশের অগ্রগতির সহায়ক প্রকল্পটি সময়মতো বাস্তবায়িত না হওয়ায় সার্বিক মূল্যায়নে বাংলাদেশের সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষয়ক্ষতির দায় বিশ্বব্যাংক এড়াতে পারে না এবং এ বিষয়ে তাদের জবাবদিহিতার সম্মুখীন হওয়ার সৎ সাহস থাকা উচিত। কানাডার আদালতের রায় প্রমাণ করেছে দাতা সংস্থাগুলোর সিদ্ধান্তের পিছনে স্বচ্ছতার অভাব রয়েছে। ঋণ গ্রহীতা দেশের উন্নয়নে সহায়তা করার বদলে নিজেদের উদ্দেশ্য পূরণেই তারা বেশি উন্মুখ। এ প্রেক্ষাপটে ভবিষ্যতে সরকার যে কোনো প্রকল্পে বিদেশি অর্থায়নের ব্যাপারে চোখ-কান খোলা রাখার নীতি অবলম্বন করবে এমনটিই কাঙ্ক্ষিত।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা