সময়ের সঙ্গে তাল মিলিয়েই টিকে থাকে সবকিছু। এ ক্ষেত্রে ব্যর্থ বলেই ডাক বিভাগ তার গুরুত্ব ও অস্তিত্ব দুটিই হারাতে বসেছে। একসময় ডাক বিভাগ ছিল গ্রাম-শহরের সব মানুষের ভরসার স্থল। চিঠিপত্র আদান-প্রদানে ডাক বিভাগই ছিল জনপ্রিয় মাধ্যম। এ বিভাগের কর্মীরা বিশ্বস্ততার প্রতীক হিসেবে বিবেচিত হতেন নাগরিকদের কাছে। ডাকে পাওয়া চিঠির অপেক্ষায় উন্মুখ থাকত গ্রাম-শহরের মানুষ। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতি উন্নত প্রযুক্তির যুগে যোগাযোগের ক্ষেত্রে চিঠির ওপর নির্ভরশীলতা সীমিত হয়ে পড়েছে। চিঠিপত্রের যে সীমিত চাহিদা এখনো রয়েছে তার সিংহভাগই পালন করে বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলো। চিঠিপত্র বা ডকুমেন্ট সময়মতো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সুনাম থাকায় মানুষ সরকারি তকমা লাগানো ডাক বিভাগের শরণাপন্ন হয় না বললেই চলে। ফলে ঠুঁটো জগন্নাথ হয়ে এ মুহূর্তে টিকে আছে ডাক বিভাগ। সময়ের সঙ্গে থাকতে না পারার ব্যর্থতায় ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির অস্তিত্ব এখন হারিয়ে যেতে বসেছে। দেশে বিদ্যমান ৯ হাজার ৮৮৬টি ডাকঘর অস্তিত্ব সংকটে ভুগছে। সারা দেশের ডাকঘরগুলোয় কর্মরত ৩৯ হাজার ৯০৭ জন কর্মকর্তা-কর্মচারীর জীবন-জীবিকা এখন হুমকির মুখে। এর মধ্যে ২৪ হাজার ডাক হরকরার অবস্থা সত্যিকার অর্থেই করুণ। ডাক বিভাগের পেছনে প্রতি বছর সরকারকে ২০০ কোটি টাকারও বেশি লোকসান গুনতে হচ্ছে। এ বিভাগের কর্তাব্যক্তিরা গাঁজায় দম দিয়ে নিজেদের দুরবস্থাকে অস্বীকার করার প্রবণতায় ভুগছেন। এ বিভাগের শীর্ষ কর্তার আবিষ্কার ডাক বিভাগ নাকি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে। ২০১৩ সাল থেকে তারা লাভ করছেন। ২০০০ সালের পর ডাক বিভাগের চিঠি বিলির পরিমাণ ২০ শতাংশের নিচে নেমে এলেও কর্তাব্যক্তির ভাষ্য, তারা চিঠি রাখার জায়গা পাচ্ছেন না। ডাক বিভাগকে জিইয়ে রাখতে এ বিভাগের আধুনিকীকরণ সময়ের দাবি। বিভিন্ন দেশে আধুনিকায়নের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে ডাক বিভাগ। বাংলাদেশে ডাক বিভাগকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হলেও সে কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ডাক বিভাগের পরিবহনকাজ ট্রেন ও স্টিমারনির্ভর হওয়ায় কুরিয়ার সার্ভিসের চেয়ে চিঠি বা ডকুমেন্ট পৌঁছতে দ্বিগুণ সময় লাগছে। আধুনিকায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন খোদ এই বিভাগের কর্তাব্যক্তিরা। সময়ের সঙ্গে একাত্ম হয়ে টিকে থাকতে হলে এ অকাম্য অবস্থার পরিবর্তন আনতে হবে।
শিরোনাম
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
ডাক বিভাগ বিপন্নপ্রায়
বাঁচতে হলে সময়ের সঙ্গে থাকতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর