বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি

গুচ্ছ পরীক্ষার সুপারিশ প্রশংসাযোগ্য

কেন্দ্রীয়ভাবে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার যে সুপারিশ করা হয়েছে, তা নতুন বিষয় নয়। দেশের মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয়ভাবে। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের একের পর এক মেডিকেল কলেজে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। পরীক্ষার জন্য ছুটে যেতে হয় না দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিষয়টি অনুধাবন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পরীক্ষা পদ্ধতির তাগিদ দেওয়া হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। উচ্চ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তির অবসানে তিনি মেডিকেল কলেজের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার তাগিদ দেন। কিন্তু অজ্ঞাত কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারীর তাগিদ বাস্তবায়নেও কোনো উদ্যোগ নেয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদনে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি চালুর পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস বন্ধে বিশেষ নজরদারির কথাও বলা হয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ভর্তিচ্ছু মেধাবীদের জন্য বিড়ম্বনা ডেকে আনছে, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সুবাদে অযোগ্যরাও যোগ্যদের ডিঙিয়ে ভর্তি পরীক্ষায় সুবিধা করে নিতে পারছে। সবচেয়ে বড় কথা প্রশ্নপত্র ফাঁস বিশ্ববিদ্যালয় নামের মহীরুহ প্রতিষ্ঠানের ভাবমূর্তির ওপর কলঙ্ক লেপন করছে। মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে নজরদারি বাড়ানোর যে সুপারিশ করা হয়েছে তা একটি আশা জাগানিয়া ঘটনা। প্রতিবেদনটি অচিরেই বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর ও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে। গুচ্ছ পরীক্ষা চালু করা হলে ভর্তিচ্ছুদের হয়রানি কমবে। আমরা আশা করব, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নামে প্রতি বছর শিক্ষার্থীদের যে অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হতে হয় তার অবসানে মঞ্জুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো সুমতির পরিচয় দেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা অযথা বিতর্কের বদলে শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার ঔদার্য দেখাবেন—এমনটিই কাম্য।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর