চট্টগ্রামে ইফতারসামগ্রী আনতে গিয়ে প্রচণ্ড ভিড়ে পদদলনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন ২০ জন। নিহতদের সবাই নারী। জেলার সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের কাদেরিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার মাঠে এ মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। গরিবদের মাঝে কবির স্টিল অ্যান্ড রিরোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) মালিকের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অব্যবস্থাপনার কারণে ঘটে এ বিপর্যয়ের ঘটনা। এর আগেও ২০০৫ সালের অক্টোবরে একই এলাকায় একই শিল্পপ্রতিষ্ঠানের মালিক শাহজাহানের জাকাত বিতরণের সময় পদদলনে নয়জন নিহত ও ৫০ জন আহত হন। ইফতারসামগ্রী বিতরণের জন্য এত বড় আয়োজন করা হলেও তা স্থানীয় প্রশাসনকে অবহিত না করার অভিযোগ উঠেছে কেএসআরএম গ্রুপের বিরুদ্ধে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে— আগে থেকে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো যেত। কেএসআরএমের পক্ষ থেকে বলা হয়েছে— প্রতি বছরের মতো এবারও ছোলা, সেমাই, চিনি, পিয়াজের মতো বিভিন্ন পণ্য মিলিয়ে ২০ হাজার মানুষের জন্য প্যাকেট তৈরি করা হয়েছিল। খবর পেয়ে রবিবার রাত থেকেই দূরদূরান্ত থেকে গরিব মানুষ হাজির হতে থাকে মাদ্রাসা এলাকায়। সোমবার ইফতারসামগ্রী নিতে আসা লোকজনের মধ্যে অনেকেই ছিলেন দুস্থ নারী ও শিশু। সকাল ১০টার দিকে হঠাৎ ভিড় ও হুড়াহুড়ি বেড়ে যায়। এ সময় গেট ভেঙে মাঠে প্রবেশ করতে গিয়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন। সর্বোচ্চ ১০ হাজার মানুষের ধারণ ক্ষমতার মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় চারগুণ লোকের ভিড় হওয়ায় হুড়োহুড়ির কারণে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একযুগ আগে একই প্রতিষ্ঠানের মালিকের জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে নয়জনের প্রাণহানির পরও কেন ইফতারসামগ্রী বিতরণে যথেষ্ট সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়নি তা ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমাদের দেশে ঘটা করে জাকাত বিতরণের নামে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। ইফতারসামগ্রী বিতরণের নামে ১০ জন মানুষের জীবন কাড়ার ঘটনা প্রথম ঘটল। জাকাত বা দান-খয়রাত পুণ্যের পাশাপাশি নিঃসন্দেহে মানবিক কাজ। কিন্তু ঘটা করে জাকাত বা দান-খয়রাত করার পেছনে আত্মগরিমার পাশাপাশি অহংবোধও জড়িত থাকে। আমরা আশা করব এ প্রাণহানির ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিসহ হতাহতদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
পদদলিত হয়ে প্রাণহানি
হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর