চট্টগ্রামে ইফতারসামগ্রী আনতে গিয়ে প্রচণ্ড ভিড়ে পদদলনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন ২০ জন। নিহতদের সবাই নারী। জেলার সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের কাদেরিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার মাঠে এ মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। গরিবদের মাঝে কবির স্টিল অ্যান্ড রিরোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) মালিকের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অব্যবস্থাপনার কারণে ঘটে এ বিপর্যয়ের ঘটনা। এর আগেও ২০০৫ সালের অক্টোবরে একই এলাকায় একই শিল্পপ্রতিষ্ঠানের মালিক শাহজাহানের জাকাত বিতরণের সময় পদদলনে নয়জন নিহত ও ৫০ জন আহত হন। ইফতারসামগ্রী বিতরণের জন্য এত বড় আয়োজন করা হলেও তা স্থানীয় প্রশাসনকে অবহিত না করার অভিযোগ উঠেছে কেএসআরএম গ্রুপের বিরুদ্ধে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে— আগে থেকে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো যেত। কেএসআরএমের পক্ষ থেকে বলা হয়েছে— প্রতি বছরের মতো এবারও ছোলা, সেমাই, চিনি, পিয়াজের মতো বিভিন্ন পণ্য মিলিয়ে ২০ হাজার মানুষের জন্য প্যাকেট তৈরি করা হয়েছিল। খবর পেয়ে রবিবার রাত থেকেই দূরদূরান্ত থেকে গরিব মানুষ হাজির হতে থাকে মাদ্রাসা এলাকায়। সোমবার ইফতারসামগ্রী নিতে আসা লোকজনের মধ্যে অনেকেই ছিলেন দুস্থ নারী ও শিশু। সকাল ১০টার দিকে হঠাৎ ভিড় ও হুড়াহুড়ি বেড়ে যায়। এ সময় গেট ভেঙে মাঠে প্রবেশ করতে গিয়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন। সর্বোচ্চ ১০ হাজার মানুষের ধারণ ক্ষমতার মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় চারগুণ লোকের ভিড় হওয়ায় হুড়োহুড়ির কারণে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একযুগ আগে একই প্রতিষ্ঠানের মালিকের জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে নয়জনের প্রাণহানির পরও কেন ইফতারসামগ্রী বিতরণে যথেষ্ট সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়নি তা ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমাদের দেশে ঘটা করে জাকাত বিতরণের নামে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। ইফতারসামগ্রী বিতরণের নামে ১০ জন মানুষের জীবন কাড়ার ঘটনা প্রথম ঘটল। জাকাত বা দান-খয়রাত পুণ্যের পাশাপাশি নিঃসন্দেহে মানবিক কাজ। কিন্তু ঘটা করে জাকাত বা দান-খয়রাত করার পেছনে আত্মগরিমার পাশাপাশি অহংবোধও জড়িত থাকে। আমরা আশা করব এ প্রাণহানির ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিসহ হতাহতদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
শিরোনাম
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
পদদলিত হয়ে প্রাণহানি
হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম