অ্যান্টিবায়োটিকের আবিষ্কার রোগ-জীবাণুর বিরুদ্ধে মানুষের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে পরিগণিত হয়। এ আবিষ্কারের পর রোগ চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার লাখ লাখ রোগীকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করেছে। কিন্তু এর অপব্যবহার দুনিয়াজুড়ে কালক্রমে স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ ব্যবহারের প্রবণতা প্রবল। ব্যবস্থাপত্র ছাড়াই ফার্মেসি থেকে প্রায় সব ধরনের ওষুধ কেনা যায় সহজে। ফলে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের জনস্বাস্থ্যের জন্যও তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের অনেকেই রোগ নিরাময়ে যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকের পরামর্শপত্র দেন। রোগীদের অনেকেই চিকিৎসকদের পরামর্শ ছাড়া খেয়াল-খুশিমতো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করেন বাজার থেকে কিনে। নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময়জুড়ে ওষুধ ব্যবহার না করায় তা অনেক সময় রোগ নিরাময়ে ভূমিকা রাখতে পারে না। পরবর্তীতে অ্যান্টিবায়োটিকের মাত্রা বাড়িয়ে রোগ যেমন সারে না, তেমন নতুন রোগ এবং স্বাস্থ্যগত জটিলতায় জড়িয়ে পড়ে। এক গবেষণায় দেখা গেছে, গ্রামের ডাক্তার ও ফার্মেসির বিক্রেতারা রোগীদের চাহিদামাফিক অবাধে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। এসব ওষুধের শতকরা ৭৫ ভাগই সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। সাধারণত সর্দি, জ্বর বা ছোটখাটো অসুস্থতায়ও রোগীদের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা দেখা যায়। নিজেদের পূর্বধারণা বা ফার্মেসি কর্মীদের পরামর্শেই অ্যান্টিবায়োটিক সেবন করেন অধিকাংশ রোগী। তারা ভাবেন, ডাক্তার দেখালে ৫০০-৬০০ টাকা ফি গুনতে হয়, পাশাপাশি অপ্রয়োজনীয় বিভিন্ন টেস্ট ধরিয়ে দেওয়া হয়— তাতে কয়েক হাজার টাকা ব্যয় হয়। ব্যয় বাঁচাতেই অধিকাংশ রোগী চিকিৎসকের বদলে নিজেরাই ওষুধ নির্ধারণ করেন এবং ফার্মেসি কর্মীদের সাহায্য নেন। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে ভয়াবহ বিপদ ডেকে আনছে তা উদ্বেগজনক। ২০১৬ সালের ওষুধ নীতিতে যত দ্রুত সম্ভব অ্যান্টিবায়োটিকের ব্যবহার নির্দেশিকা প্রণয়নের কথা বলা হলেও তা এখনো আলোর মুখ দেখেনি। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অব্যাহত থাকলে দেশের সিংহ ভাগ মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে পড়বে এবং সে অবস্থায় সাধারণ রোগও প্রাণঘাতী হওয়ার বিপদ ঘটাবে, যা থেকে রক্ষা পেতে এখনই সতর্ক হওয়া দরকার।
শিরোনাম
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার
স্বাস্থ্যঝুঁকি ঠেকাতে সতর্ক হতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর