অ্যান্টিবায়োটিকের আবিষ্কার রোগ-জীবাণুর বিরুদ্ধে মানুষের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে পরিগণিত হয়। এ আবিষ্কারের পর রোগ চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার লাখ লাখ রোগীকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করেছে। কিন্তু এর অপব্যবহার দুনিয়াজুড়ে কালক্রমে স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ ব্যবহারের প্রবণতা প্রবল। ব্যবস্থাপত্র ছাড়াই ফার্মেসি থেকে প্রায় সব ধরনের ওষুধ কেনা যায় সহজে। ফলে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের জনস্বাস্থ্যের জন্যও তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের অনেকেই রোগ নিরাময়ে যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকের পরামর্শপত্র দেন। রোগীদের অনেকেই চিকিৎসকদের পরামর্শ ছাড়া খেয়াল-খুশিমতো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করেন বাজার থেকে কিনে। নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময়জুড়ে ওষুধ ব্যবহার না করায় তা অনেক সময় রোগ নিরাময়ে ভূমিকা রাখতে পারে না। পরবর্তীতে অ্যান্টিবায়োটিকের মাত্রা বাড়িয়ে রোগ যেমন সারে না, তেমন নতুন রোগ এবং স্বাস্থ্যগত জটিলতায় জড়িয়ে পড়ে। এক গবেষণায় দেখা গেছে, গ্রামের ডাক্তার ও ফার্মেসির বিক্রেতারা রোগীদের চাহিদামাফিক অবাধে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। এসব ওষুধের শতকরা ৭৫ ভাগই সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। সাধারণত সর্দি, জ্বর বা ছোটখাটো অসুস্থতায়ও রোগীদের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা দেখা যায়। নিজেদের পূর্বধারণা বা ফার্মেসি কর্মীদের পরামর্শেই অ্যান্টিবায়োটিক সেবন করেন অধিকাংশ রোগী। তারা ভাবেন, ডাক্তার দেখালে ৫০০-৬০০ টাকা ফি গুনতে হয়, পাশাপাশি অপ্রয়োজনীয় বিভিন্ন টেস্ট ধরিয়ে দেওয়া হয়— তাতে কয়েক হাজার টাকা ব্যয় হয়। ব্যয় বাঁচাতেই অধিকাংশ রোগী চিকিৎসকের বদলে নিজেরাই ওষুধ নির্ধারণ করেন এবং ফার্মেসি কর্মীদের সাহায্য নেন। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে ভয়াবহ বিপদ ডেকে আনছে তা উদ্বেগজনক। ২০১৬ সালের ওষুধ নীতিতে যত দ্রুত সম্ভব অ্যান্টিবায়োটিকের ব্যবহার নির্দেশিকা প্রণয়নের কথা বলা হলেও তা এখনো আলোর মুখ দেখেনি। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অব্যাহত থাকলে দেশের সিংহ ভাগ মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে পড়বে এবং সে অবস্থায় সাধারণ রোগও প্রাণঘাতী হওয়ার বিপদ ঘটাবে, যা থেকে রক্ষা পেতে এখনই সতর্ক হওয়া দরকার।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০