সড়কশৃঙ্খলার অভাবে বাংলাদেশে দুর্ঘটনায় জীবনহানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বছরের এমন একটি দিন খুঁজে পাওয়া দুষ্কর যেদিন সড়ক দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকাসহ দেশের মহানগরী ও মহাসড়কগুলোয় যে যানজটের অভিশাপ প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে তার প্রধান কারণও সড়কশৃঙ্খলার অভাব। সড়ক-মহাসড়কের যেখানে-সেখানে গাড়ি পার্কিং এবং দোকানপাট এমনকি বাজার বসানো এ দেশে অলিখিত নিয়মে পরিণত হয়েছে। কিছু ব্যক্তির কারণে জিম্মি হয়ে পড়ছে লাখ লাখ মানুষ। আশার কথা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কশৃঙ্খলা প্রতিষ্ঠাকে নতুন সরকারের অগ্রাধিকার বলে চিহ্নিত করেছেন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক পদে অসীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ইতিমধ্যে তিনি এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন। সাত দিনের নোটিস দিয়ে যেসব রাস্তা অবৈধ দখলে আছে, সেগুলো দখলমুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে অবৈধ পার্কিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবৈধ দখল ও পার্কিং- এ দুটো বিষয় রোধ করা গেলে পরিবহনে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। শৃঙ্খলার অভাবে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হচ্ছে। যানজটের কারণে সময়ের যে অপচয় ঘটছে তা দেশের অর্থনীতির জন্যও বিসংবাদ ডেকে আনছে। যানজটে শত শত কোটি টাকার জ্বালানির অপচয় ঘটছে যানবাহনগুলোতে। সময়মতো কর্মস্থলে যাওয়া কঠিন হয়ে পড়ছে লাখ লাখ কর্মজীবী মানুষের জন্য। বাংলাদেশ কার্যত অচলও হয়ে পড়ছে এ সমস্যার কারণে। সেদিক থেকে সড়কশৃঙ্খলা প্রতিষ্ঠার অঙ্গীকার অবশ্যই অভিনন্দনযোগ্য। আমরা আশা করব, বিষয়টি শুধু নির্দেশদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নির্দেশনাগুলো ঠিকমতো পালিত হচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখা হবে। সড়কশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট সবাই যাতে দায়বদ্ধ ভূমিকা পালন করেন তা নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সড়কশৃঙ্খলা
সবার দায়বদ্ধ ভূমিকা কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর