সড়কশৃঙ্খলার অভাবে বাংলাদেশে দুর্ঘটনায় জীবনহানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বছরের এমন একটি দিন খুঁজে পাওয়া দুষ্কর যেদিন সড়ক দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকাসহ দেশের মহানগরী ও মহাসড়কগুলোয় যে যানজটের অভিশাপ প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে তার প্রধান কারণও সড়কশৃঙ্খলার অভাব। সড়ক-মহাসড়কের যেখানে-সেখানে গাড়ি পার্কিং এবং দোকানপাট এমনকি বাজার বসানো এ দেশে অলিখিত নিয়মে পরিণত হয়েছে। কিছু ব্যক্তির কারণে জিম্মি হয়ে পড়ছে লাখ লাখ মানুষ। আশার কথা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কশৃঙ্খলা প্রতিষ্ঠাকে নতুন সরকারের অগ্রাধিকার বলে চিহ্নিত করেছেন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক পদে অসীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ইতিমধ্যে তিনি এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন। সাত দিনের নোটিস দিয়ে যেসব রাস্তা অবৈধ দখলে আছে, সেগুলো দখলমুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে অবৈধ পার্কিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবৈধ দখল ও পার্কিং- এ দুটো বিষয় রোধ করা গেলে পরিবহনে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। শৃঙ্খলার অভাবে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হচ্ছে। যানজটের কারণে সময়ের যে অপচয় ঘটছে তা দেশের অর্থনীতির জন্যও বিসংবাদ ডেকে আনছে। যানজটে শত শত কোটি টাকার জ্বালানির অপচয় ঘটছে যানবাহনগুলোতে। সময়মতো কর্মস্থলে যাওয়া কঠিন হয়ে পড়ছে লাখ লাখ কর্মজীবী মানুষের জন্য। বাংলাদেশ কার্যত অচলও হয়ে পড়ছে এ সমস্যার কারণে। সেদিক থেকে সড়কশৃঙ্খলা প্রতিষ্ঠার অঙ্গীকার অবশ্যই অভিনন্দনযোগ্য। আমরা আশা করব, বিষয়টি শুধু নির্দেশদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নির্দেশনাগুলো ঠিকমতো পালিত হচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখা হবে। সড়কশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট সবাই যাতে দায়বদ্ধ ভূমিকা পালন করেন তা নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ