সড়কশৃঙ্খলার অভাবে বাংলাদেশে দুর্ঘটনায় জীবনহানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বছরের এমন একটি দিন খুঁজে পাওয়া দুষ্কর যেদিন সড়ক দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকাসহ দেশের মহানগরী ও মহাসড়কগুলোয় যে যানজটের অভিশাপ প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে তার প্রধান কারণও সড়কশৃঙ্খলার অভাব। সড়ক-মহাসড়কের যেখানে-সেখানে গাড়ি পার্কিং এবং দোকানপাট এমনকি বাজার বসানো এ দেশে অলিখিত নিয়মে পরিণত হয়েছে। কিছু ব্যক্তির কারণে জিম্মি হয়ে পড়ছে লাখ লাখ মানুষ। আশার কথা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কশৃঙ্খলা প্রতিষ্ঠাকে নতুন সরকারের অগ্রাধিকার বলে চিহ্নিত করেছেন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক পদে অসীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ইতিমধ্যে তিনি এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন। সাত দিনের নোটিস দিয়ে যেসব রাস্তা অবৈধ দখলে আছে, সেগুলো দখলমুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে অবৈধ পার্কিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবৈধ দখল ও পার্কিং- এ দুটো বিষয় রোধ করা গেলে পরিবহনে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। শৃঙ্খলার অভাবে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হচ্ছে। যানজটের কারণে সময়ের যে অপচয় ঘটছে তা দেশের অর্থনীতির জন্যও বিসংবাদ ডেকে আনছে। যানজটে শত শত কোটি টাকার জ্বালানির অপচয় ঘটছে যানবাহনগুলোতে। সময়মতো কর্মস্থলে যাওয়া কঠিন হয়ে পড়ছে লাখ লাখ কর্মজীবী মানুষের জন্য। বাংলাদেশ কার্যত অচলও হয়ে পড়ছে এ সমস্যার কারণে। সেদিক থেকে সড়কশৃঙ্খলা প্রতিষ্ঠার অঙ্গীকার অবশ্যই অভিনন্দনযোগ্য। আমরা আশা করব, বিষয়টি শুধু নির্দেশদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নির্দেশনাগুলো ঠিকমতো পালিত হচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখা হবে। সড়কশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট সবাই যাতে দায়বদ্ধ ভূমিকা পালন করেন তা নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০