মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিমান ছিনতাইয়ের চেষ্টা

নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করা হোক

বাংলাদেশ বিমানের দুবাইগামী যাত্রীবাহী একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কমান্ডো বাহিনীর চৌকস সদস্যরা। স্মর্তব্য, ১৯৭৭ সালে সন্ত্রাসী সংগঠন জাপানি রেড আর্মি একটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে ঢাকায় নিয়ে আসে। ৪২ বছর পর ঘটেছে দ্বিতীয় হাইজ্যাক চেষ্টার ঘটনা। মাত্র আট মিনিটের অভিযানে কমান্ডোরা ছিনতাইকারীকে গুলি করে এ-সংক্রান্ত উৎকণ্ঠার অবসান ঘটাতে সক্ষম হন। বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী নামের উড়োজাহাজটি রবিবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এক অস্ত্রধারী যাত্রী তা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় বিমানটি ১৫ হাজার ফুট ওপর দিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। প্রথমে কেবিন ক্রু ও পরে পাইলটকে জিম্মি করে অস্ত্রধারী যুবক। সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছিল। এ সময় পাইলট কৌশলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে উড়োজাহাজটি চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান। উড়োজাহাজটি অবতরণের কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করে অন্য একটি উড়োজাহাজ ঢাকার উদ্দেশে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করে। ছিনতাইকৃত উড়োজাহাজটি অবতরণের পর শাহ আমানতের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে দেশের সব বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়। জরুরি বহির্গমন পথে হাইজ্যাক হয়ে যাওয়া উড়োজাহাজের সব যাত্রী বের হয়ে আসেন। একজন কেবিন ক্রুকে জিম্মি হিসেবে আটক রাখে অস্ত্রধারী। চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে ফ্লাইটটি অবতরণের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা ঘিরে ফেলেন। এর দেড় ঘণ্টা পর অভিযানে নামে কমান্ডো বাহিনী। গুলশানে হলি আর্টিজান বেকারিতে কমান্ডোদের যে দলটি অভিযান পরিচালনা করেছিল তারা বিমান ছিনতাইকারীকে পরাস্ত করার অভিযানে অংশ নেয়। ছিনতাইকারীকে আত্মসমর্পণের আহ্বান জানালে সে তা অস্বীকৃতি জানিয়ে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তারা অ্যাকশনে যায়। কমান্ডোদের গুলিতে আহত অবস্থায় ধরা পড়লেও সে কিছুক্ষণ পর মারা যায়। অভিযান পরিচালনাকারীদের কাছে ছিনতাইকারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তার কাছে পাওয়া অস্ত্রটিও ছিল খেলনা পিস্তল। বিমান ছিনতাই নাটকের অবসান ঘটলেও এ ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করার তাগিদ সৃষ্টি করেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর