১০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানদের ক্রমবর্ধমান বিজয় ও শাসন ছিল অব্যাহত। এ সময়ের মধ্যে ইসলাম ও ইসলামের চর্চা, ধর্মীয় শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্য প্রসার, সেনাবাহিনী গঠনে মুসলমানরা অসামান্য ভূমিকা রাখে। এরপর শুরু হয় ইসলামের ওপর সম্মিলিত ষড়যন্ত্র। যার মাত্রা ছিল অত্যন্ত ভয়াবহ। ইউরোপিয়ান শাসকরা একে একে মুসলমানদের কাছে রাজ্য হারিয়ে, তাদের পবিত্র ভূমি জেরুজালেমে ইসলামের ব্যাপক চর্চায় যেমন ছিল বিচলিত তেমন আক্রোশে ছিল জর্জরিত। এহেন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে তারা গ্রহণ করল এক মহাকূটকৌশল; যার প্রধানতম উদ্দেশ্য হলো মুসলিম সাম্রাজ্য ধূলিসাৎ করা। এ উদ্দেশ্য বাস্তবায়ন করতে তারা গঠন করল গুপ্তচর বাহিনী, শুরু করল মিথ্যাচার, প্রোপাগান্ডা, নকল ইসলামী রীতি, মদ, জুয়া, নারীর ব্যবহার। অশ্লীলতা আর ব্যভিচার মুসলমানদের মধ্যে সুকৌশলে ছড়িয়ে দিতে ইসলাম-বিদ্বেষীরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এগোতে থাকল অত্যন্ত গোপনে আর প্রকাশ্যে শুরু করল ক্রুসেড। ক্রুসেডের প্রথম যুদ্ধেই জেরুজালেম মুসলমানদের হাতছাড়া হয়। এর প্রায় ২০০ বছর পর জেরুজালেম আবার পুনরুদ্ধার করেন মুসলিম সেনাপতি, অকুতোভয় সেনানায়ক সুলতান গাজি সালাহউদ্দিন আল আইয়ুবি। ঝড়ের গতিসম্পন্ন, আপসহীন অকুতোভয় আইয়ুবি যখন ইসলামের তরবারি হাতে আবির্ভূত হন তখন ক্রুসেডের সাজানো কৌশল বারে বারে কেঁপে ওঠে। চক্রান্তের জাল ছিঁড়ে জেরুজালেম ছিনিয়ে এনে শত বছর পর আবার মুসলমানদের হৃদয়ে প্রশান্তি নিয়ে আসেন গাজি সালাহউদ্দিন আইয়ুবি। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদের মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠা মেসোপটেমিয়ার তিকরিতে ১১৩৭ সালে জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত