ডেঙ্গু সারা দেশে এখন এক আতঙ্কের নাম। দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১৫ হাজার ছাড়িয়েছে বলে সহযোগী দৈনিকের খবরে বলা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুর চার ধরনের সেরোটাইপ রয়েছে। সেগুলো হলো- ডিইএনভি-১, ডিইএনভি-২, ডিইএনভি-৩ ও ডিইএনভি-৪। আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডেঙ্গুর কোন সেরোটাইপে মানুষ আক্রান্ত হচ্ছে সে বিষয়ে গবেষণা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ। তাদের গবেষণায় বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত ৬ হাজার ১২৯ জনের মধ্যে ১ হাজার ২৭৮ জনের ডেঙ্গু ধরা পড়েছে। আক্রান্তের মধ্যে নারী ও পুরুষ অনুপাত ১:২ দশমিক ৭। ৭৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৫ জনের ডিইএনভি-৪ পাওয়া গেছে। ১৬ থেকে ৩০ বছর বয়সের মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্তের মধ্যে ২৬ শতাংশ এনএস১ পজিটিভ, ৬ শতাংশ আইজিএম পজিটিভ, ৫ শতাংশ আইজিএম ও আইজিজি পজিটিভ। ১০০ জন আইজিএম ও আইজিজি পজিটিভ রোগীর মধ্যে মাত্র ৫ শতাংশের ডেঙ্গু হেমোরিজিক হওয়ার আশঙ্কা থাকে। এ বছর আক্রান্তের বেশির ভাগই আগে একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কারও কারোর দু-তিন বার আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে। একাধিকবার আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বেশি থাকে। ডেঙ্গু অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। এ রোগে প্রাণহানির সংখ্যা এখনো সীমিত। সাড়ে ১৬ কোটি মানুষের দেশে কোনো রোগে ছয় মাসে ৪০-৫০ জনের মৃত্যুতে সাধারণভাবে আতঙ্কিত হওয়ার কিছু নয়। কিন্তু ডেঙ্গুজ্বর রোগীকে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলে। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক ১৫ হাজার হলেও এ রোগ দেশের সাড়ে ১৬ কোটি মানুষের জন্য সাক্ষাৎ আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। এডিস মশা ডেঙ্গু বিস্তারের জন্য দায়ী। মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিলে ডেঙ্গু আতঙ্ক শূন্যের পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হতো। কিন্তু মশা নিধনে দুই সিটি করপোরেশনের গাফিলতি রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। সিটি করপোরেশন মশা নিধনে যে ওষুধ কেনে তাতে শুভঙ্করের ফাঁকি থাকায় জনস্বাস্থ্য হুমকির মুখে। আমরা মনে করি, মশার ওষুধ সরবরাহকারীদের আইনের আওতায় আনতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
আতঙ্কের নাম ডেঙ্গু
মশা মারার ওষুধে শুভঙ্করের ফাঁকি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর