ডেঙ্গু সারা দেশে এখন এক আতঙ্কের নাম। দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১৫ হাজার ছাড়িয়েছে বলে সহযোগী দৈনিকের খবরে বলা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুর চার ধরনের সেরোটাইপ রয়েছে। সেগুলো হলো- ডিইএনভি-১, ডিইএনভি-২, ডিইএনভি-৩ ও ডিইএনভি-৪। আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডেঙ্গুর কোন সেরোটাইপে মানুষ আক্রান্ত হচ্ছে সে বিষয়ে গবেষণা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ। তাদের গবেষণায় বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত ৬ হাজার ১২৯ জনের মধ্যে ১ হাজার ২৭৮ জনের ডেঙ্গু ধরা পড়েছে। আক্রান্তের মধ্যে নারী ও পুরুষ অনুপাত ১:২ দশমিক ৭। ৭৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৫ জনের ডিইএনভি-৪ পাওয়া গেছে। ১৬ থেকে ৩০ বছর বয়সের মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্তের মধ্যে ২৬ শতাংশ এনএস১ পজিটিভ, ৬ শতাংশ আইজিএম পজিটিভ, ৫ শতাংশ আইজিএম ও আইজিজি পজিটিভ। ১০০ জন আইজিএম ও আইজিজি পজিটিভ রোগীর মধ্যে মাত্র ৫ শতাংশের ডেঙ্গু হেমোরিজিক হওয়ার আশঙ্কা থাকে। এ বছর আক্রান্তের বেশির ভাগই আগে একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কারও কারোর দু-তিন বার আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে। একাধিকবার আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বেশি থাকে। ডেঙ্গু অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। এ রোগে প্রাণহানির সংখ্যা এখনো সীমিত। সাড়ে ১৬ কোটি মানুষের দেশে কোনো রোগে ছয় মাসে ৪০-৫০ জনের মৃত্যুতে সাধারণভাবে আতঙ্কিত হওয়ার কিছু নয়। কিন্তু ডেঙ্গুজ্বর রোগীকে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলে। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক ১৫ হাজার হলেও এ রোগ দেশের সাড়ে ১৬ কোটি মানুষের জন্য সাক্ষাৎ আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। এডিস মশা ডেঙ্গু বিস্তারের জন্য দায়ী। মশা নিধনে কার্যকর ব্যবস্থা নিলে ডেঙ্গু আতঙ্ক শূন্যের পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হতো। কিন্তু মশা নিধনে দুই সিটি করপোরেশনের গাফিলতি রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। সিটি করপোরেশন মশা নিধনে যে ওষুধ কেনে তাতে শুভঙ্করের ফাঁকি থাকায় জনস্বাস্থ্য হুমকির মুখে। আমরা মনে করি, মশার ওষুধ সরবরাহকারীদের আইনের আওতায় আনতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
- পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭
- 'গাড়ি চালানো শেখার আগে, হর্ন দেওয়া শিখতে হবে'
- স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন: ধর্ম উপদেষ্টা
- বিমানবন্দরে হাম রোগী, যাত্রীদের মধ্যে আতঙ্ক
- সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
- একদল সংস্কার ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে : নাহিদ
- ভিন্নমত পোষণের প্রস্তাব বাদ দিলে নির্বাচিত সরকার অকার্যকর হয়ে পড়বে
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬
- বালিয়াকান্দি থানার সাবেক ওসিকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি
- রাতভর রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ
- ইবতেদায়ি শিক্ষকদের যমুনা অভিমুখী লংমার্চে পুলিশের বাধা
- এভারেস্টে টানা তুষারপাত, আটকা পড়েছেন শতাধিক পর্যটক
- দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে : মির্জা ফখরুল
- আবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান
- বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
- জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু
- বগুড়ায় সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে সাইক ও বিপিসি
- জ্বালানি ও জনবল সংকটে বন্ধ কুতুবদিয়ার ওয়াটার অ্যাম্বুলেন্স
- নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাবো: গণশিক্ষা উপদেষ্টা
আতঙ্কের নাম ডেঙ্গু
মশা মারার ওষুধে শুভঙ্করের ফাঁকি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর