ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ককে রোল মডেল হিসেবে অভিহিত করেছেন। বলেছেন তিস্তার পানি বণ্টন সম্পর্কে ভারতের দেওয়া আগের প্রতিশ্রুতিতে তারা এখনো অনড় রয়েছেন। তিস্তা শুধু নয়, অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টনের ফর্মুলা খুঁজতে দুই দেশের ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ও তিনি নিশ্চিত করেছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গত এক দশকে পারস্পরিক আস্থার পরিপূরক হিসেবে গড়ে উঠেছে। এ সম্পর্ক এগিয়ে নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রথম বিদেশ সফরে বাংলাদেশকে বেছে নিয়েছেন। আসামে বিতর্কিত নাগরিকত্ব ইস্যু সম্পর্কে তিনি সরাসরি বলেছেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। স্পষ্টভাবে বলেছেন, শেখ হাসিনা ও মোদির আমলেই তিস্তা চুক্তি সম্পাদন হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেছে সুস্পষ্ট প্রতিশ্রুতি। রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের ব্যাপারে সব ধরনের সহায়তাদানের কথাও বলেছেন ড. সুব্রানিয়াম জয়শঙ্কর। বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের জাতীয় স্বার্থে এটা করা জরুরি বলে তিনি মন্তব্য করেছেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পানি বণ্টন সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে কার্যত নতুন কিছু নেই। তিস্তা চুক্তি সম্পর্কে বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষা যাতে বিরক্তিকর উপাদানে পরিণত না হয় সে ব্যাপারে নজর রাখা বাঞ্ছনীয়। ৫৪ নদীর পানি বণ্টনের ফর্মুলা খোঁজার মধ্যেও রয়েছে চর্বিতচর্বণ। দুই দেশের আস্থার সম্পর্ক এগিয়ে নিতে ফর্মুলা খোঁজার দীর্ঘসূত্রতার বদলে বণ্টনের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো দরকার। বাংলাদেশ ভারতের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক প্রতিষ্ঠায় জোর দিচ্ছে। বর্তমান সরকার এ বিষয়ে যেসব পদক্ষেপ নিয়েছে তা নয়াদিল্লিরও আস্থা কুড়িয়েছে। এ আস্থা ধরে রাখতে পানি বণ্টনের স্পর্শকাতর সমস্যার আশু সমাধান জরুরি। বৃহৎ প্রতিবেশী এবং উজানের দেশ হিসেবে ভারতকে এ ইস্যুতে উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে হবে। দুই দেশের বন্ধুত্ব সরকার পর্যায় থেকে জনগণের বন্ধুত্বে পরিণত করতে জটিল সমস্যাগুলোর আশু সমাধান সময়ের দাবি।
শিরোনাম
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক