রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তালাক প্রসঙ্গ

মুসলিম আইনে নারীদের হাতে তালাকের বিধান হলোÑ ক. ‘খুলা’ খ. মুবারাত এবং গ. তালাক-ই-তাওফিজ। প্রচলিত হানাফি আইন অনুযায়ী একজন মুসলিম স্ত্রী শুধু খুলা তালাকের মাধ্যমে বিবাহবিচ্ছেদ করতে পারে। এই তালাকে স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদ হয়ে থাকে। তবে উল্লেখ্য, এ ধরনের তালাকে বিবাহবিচ্ছেদের জন্য স্ত্রী তার স্বামীকে ক্ষতিপূরণ দিয়ে থাকে। সাধারণত ক্ষতিপূরণ হিসেবে স্ত্রী তার আর্থিক দাবির কোনো অংশ ত্যাগ করে এবং তখন স্বামী তালাক দেওয়ার মাধ্যমে স্ত্রীকে বিবাহবন্ধন থেকে মুক্ত করে দেয়। যদি স্বামী বা স্ত্রী একত্রে শান্তি ও সৌহার্দ্যরে মধ্যে বসবাস করতে না পারে সে ক্ষেত্রে স্ত্রী তালাকের বিনিময়ে মূল্য প্রদান করে খুলা তালাক পেতে অধিকারিণী। (শিরিন আলম চৌধুরী বনাম ক্যাপ্টেন শামসুল আলম চৌধুরী ৪৮ ডিএলআর (হাই কোর্ট) পৃষ্ঠা-৭৯)। তবে এ তালাকের উল্লেখযোগ্য দিক হলো- ১. স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার প্রস্তাব দিয়ে থাকেন ২. স্বামী ওই প্রস্তাবে সম্মতি জানিয়ে থাকেন ৩. স্ত্রীকে তালাক দেওয়ার সময় স্বামী বিনিময়ে স্ত্রীর কাছ থেকে প্রতিদান নিয়ে থাকেন এবং স্ত্রী তা দিয়ে থাকেন বা দিতে সম্মত হন। তবে খুলা তালাকের ক্ষেত্রে অন্য কোনো চুক্তি না থাকলে স্ত্রী মোহরানা পাওয়ার অধিকারী হবেন না; কিন্তু ইদ্দত পালনকালে স্ত্রী তার গর্ভের সন্তানের জন্য স্বামীর কাছ থেকে ভরণ-পোষণ পাওয়ার অধিকারী হবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর