শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাদিসে রসুল

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুই ভাই ছিলেন। তাদের একজন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা-যাওয়া করতেন এবং অন্যজন রুজি-রোজগার করতেন। একবার শেষোক্ত ভাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য ভাই সম্পর্কে অভিযোগ করলেন যে, তিনি কোনো কাজকর্ম করেন না; বরং জীবিকার ব্যাপারে তার ওপরই নির্ভরশীল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনও হতে পারে, তোমার সেই ভাইয়ের অসিলায় তোমাকে রিজিক প্রদান করা হচ্ছে। তিরমিজি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর