রোহিঙ্গা সমস্যা নামের সাক্ষাৎ আপদের কারণে বাংলাদেশ সত্যিকার অর্থেই বিপদের মুখে পড়েছে। ১১ লাখ রোহিঙ্গার চাপে দেশের কক্সবাজার জেলা ভারসাম্যহীন অবস্থার সম্মুখীন হয়েছে। জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্যের, যা পূরণ করা সম্ভব নয়। রোহিঙ্গাদের কারণে বন গেছে, গাছ নেই, পশুপাখিসহ ধ্বংস হয়েছে জীববৈচিত্র্য, ঝুঁকির মধ্যে রয়েছে বন্যহাতি। এখন নতুন করে সৃষ্টি হচ্ছে পানি সংকট। প্রায় ১০ হাজার গভীর নলকূপ থেকে প্রতিদিন পানি তোলা হচ্ছে। ফলে পানির স্তর ক্রমে নিচে নামছে, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পানি সংকট। এ সংকটের কারণে আগামীতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সবকিছু মিলে উখিয়া-টেকনাফ এখন মরুভূমিতে পরিণত হচ্ছে। রোহিঙ্গাদের কারণে এমনিতে বড় ক্ষতি হয়েছে, তাই এখন নতুন করে আর কোনো ক্ষতির হিসাব গুনতে চাই না। রোহিঙ্গাদের জন্য আর এক ইঞ্চিও বনভূমি দেওয়া হবে না। যারা পাহাড় কাটবে তাদের রেহাই নেই। এনজিওগুলো পাহাড় কাটায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধে। তার পর থেকে মিয়ানমারে উগ্র মানসিকতার অপরাধপ্রবণ এই জাতিগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার মাশুল বাংলাদেশকে গুনতে হচ্ছে। বাংলাদেশে মাদক পাচারের সঙ্গে তারা ব্যাপকভাবে জড়িত। অবৈধ অস্ত্র ব্যবসায়ও জড়িত তারা। রোহিঙ্গা ক্যাম্পগুলো ইতিমধ্যে অপরাধীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। মাত্র দুই বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় জন্ম নিয়েছে ১ লাখের বেশি শিশু। রোহিঙ্গাদের কারণে উখিয়া ও টেকনাফের অধিবাসীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সংসদীয় কমিটির বৈঠক ওই অঞ্চলের পাহাড় ও বনাঞ্চলের বিনাশ রোধে সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তা প্রশংসার দাবিদার। দেরিতে হলেও আমাদের কর্তাব্যক্তিদের কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে- এটি একটি শুভলক্ষণ। আমাদের প্রত্যাশা থাকবে, জাতিকে রোহিঙ্গা সমস্যা নামের আপদের হাত থেকে উদ্ধার করতে যেভাবেই হোক তাদের দেশে ফেরত পাঠানো নিশ্চিত করা হবে।
শিরোনাম
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
রোহিঙ্গা উপদ্রব
ওদের যেভাবে হোক ফেরত পাঠান
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর