বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে। মালয়েশিয়ার ব্যবসায়ী সম্প্রদায় বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। সৌদি ব্যবসায়ীরা বিদ্যুৎ খাতে বাংলাদেশে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। গত এক মাসে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিভা) ও সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সৌদি আরব ও মালয়েশিয়ার মতো বড় বিনিয়োগে আগ্রহী দেশগুলো। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে এখন বিনিয়োগের আকর্ষণীয় স্থান হিসেবে ভাবছে। তারা দেখছে ১৬ কোটির অধিক জনসংখ্যার দেশটির মানুষের মাথাপিছু আয় বেড়েই চলেছে। ধারাবাহিকভাবে বাড়ছে জিডিপি। রপ্তানি, রেমিট্যান্স, সামষ্টিক অর্থনীতির সূচকগুলোতেও রয়েছে ইতিবাচক প্রভাব। এ ছাড়া ব্যবসা ও বিনিয়োগে আগে যেসব বাধা ছিল তা সহজ করার বিষয়ে সরকার কাজ করছে। বিশ্বব্যাংকের ইজি অব ডোয়িং বিজনেস সূচকেও বাংলাদেশের বড় ধরনের অগ্রগতি হয়েছে। এসব কারণে বিনিয়োগকারী দেশগুলোর নজর এখন বাংলাদেশে। বিদ্যুৎ, জ্বালানি, সার কারখানার মতো বড় বড় খাতগুলোর পাশাপাশি স্বাস্থ্য, আবাসনের মতো সেবা খাতের বিনিয়োগেও সম্পৃক্ত হচ্ছেন চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। জাপানি ফোর বিলিয়ন হেলথ কোম্পানি লিমিটেড ‘মাই সেবা’ নামে রাজধানীতে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে, যারা জাপানি প্রযুক্তিতে স্বল্পমূল্যে বডি চেকআপসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা দিচ্ছে। চীনা একটি প্রতিষ্ঠান চাকরিজীবীদের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আসছে দুনিয়ার নামিদামি কোম্পানিগুলো। স্যামস্যাং ও হোন্ডার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে এসেছে। বিদেশি বিনিয়োগকারীরা মনে করেন ভারত, চীন ও দক্ষিণ এশিয়ার মাঝে বাংলাদেশ এক সম্ভাবনাময় দেশ। ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনাকে নিশ্চিত করেছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের পছন্দের কেন্দ্রবিন্দুতে রাখছে বাংলাদেশকে। নিজেদের স্বার্থেই দেশবাসীকে এই সুসময় ধরে রাখতে হবে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা