চা উৎপাদনে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। বিদায়ী বছরে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮ কোটি কেজি কিন্তু উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ৯ কোটি কেজি। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে চায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জিডিপিতে এর অবদান দশমিক ৮১ শতাংশ। দেশে চায়ের প্রায় ২ হাজার কোটি টাকার বাজার রয়েছে। সিলেটের মালনী ছড়ায় ১৮৫৪ সালে দেশের সর্বপ্রথম চা-বাগান গড়ে ওঠে। শুরু হয় বাণিজ্যিক ভিত্তিতে চায়ের চাষ। দেশের চা শিল্পের ১৬৫ বছরের ইতিহাসে ২০১৬ সালে সর্বোচ্চ সাড়ে ৮ কোটি কেজি উৎপাদনের রেকর্ড হয়েছিল। ২০১৯ সালে বাংলাদেশ চা বোর্ড উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৮ কোটি কেজি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ৯ কোটি কেজি, যা নতুন রেকর্ড। অনুকূল আবহাওয়া, পরিমিত বৃষ্টিপাত, অনাবাদি জমিতে চাষ, সঠিক সময়ে উৎপাদন কাজ শুরু, খরার কবলে না পড়া, সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ, পোকামাকড়ের আক্রমণ কম হওয়া প্রভৃতি কারণে চায়ের উৎপাদনে রেকর্ড হয়েছে। সরকার ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১৪ কোটি কেজিতে উন্নীত করতে কাজ করছে। ‘২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে প্রায় দেড় কোটি কেজি চা বেশি উৎপন্ন হওয়ায় অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। স্বাধীনতার আগে চা ছিল দেশের অন্যতম রপ্তানিযোগ্য পণ্য। স্বাধীনতার পর চা উৎপাদন বাড়লেও অভ্যন্তরীণ চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় রপ্তানির সেই সুদিন এখন আর নেই। বাংলাদেশ থেকে প্রতি বছর কিছু পরিমাণ চা রপ্তানি হলেও পাশাপাশি কিছু চা আমদানিও হয়। সেদিক থেকে চা বাবদ অর্জিত বৈদেশিক মুদ্রা আহামরি কিছু নয়। এক বছরের ব্যবধানে দেড় কোটি কেজি চা বেশি উৎপাদিত হওয়ায় রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। একসময় বৃহত্তর সিলেটেই শুধু চা উৎপাদন হতো। পরে পার্বত্য চট্টগ্রামে শুরু হয় চা চাষ। বর্তমানে দিনাজপুর, পঞ্চগড় ও সংলগ্ন জেলাগুলোয় চা চাষ হয়। চা উৎপাদন বৃদ্ধি উৎপাদনকারীদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর। তবে চা চাষিরা যাতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে এখন থেকেই রপ্তানির বাজার খুঁজতে হবে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
চা উৎপাদনে রেকর্ড
চাষিরা যেন ন্যায্যমূল্য পায়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর