আমলাতন্ত্র দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক শাসনের জন্য বারবার বিড়ম্বনা ডেকে এনেছে। আমলাতান্ত্রিক ষড়যন্ত্রেই পাকিস্তান নামের রাষ্ট্রটি নাপাকিস্তানে পরিণত হয়। সামরিকতন্ত্র পাকিস্তানে থাবা বিস্তার করেছিল আমলাতন্ত্রের পিঠে চড়ে। বাংলাদেশের উন্নয়নে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা বা লাল ফিতার দৌরাত্ম্য যে প্রধান বাধা তা একটি প্রতিষ্ঠিত সত্য। দেশে বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকার একের পর এক ইতিবাচক পদক্ষেপ নিলেও সে তুলনায় সাফল্য এসেছে খুবই কম। বিদেশি বিনিয়োগকারীরা নাকে দড়ি দিয়ে ঘোরানোর আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার কারণে এ দেশে আসতে অনাগ্রহী হন। আমলারা সরকারের ওপর আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে- এমন অভিযোগ ওপেন সিক্রেট। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, সচিবালয় ও মাঠ পর্যায়ে আমলাতন্ত্রের দাপটে প্রশাসনে চরম হতাশা তৈরি হয়েছে। অনেক সচিবই মন্ত্রীদের গুরুত্ব দেন না, সিদ্ধান্ত নেন নিজেদের মতো করে। এতে উপেক্ষিত মন্ত্রী সংশ্লিষ্ট আমলাকে নিরস্ত করার বদলে দুঃখ করেন রাজনৈতিক মহলে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের মতো মাঠ পর্যায়েও কর্মরত অনেক প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধিদের তোয়াক্কা করেন না। কেউ কেউ অতি উৎসাহ নিয়ে যোগ দেন রাজনৈতিক দলের কর্মসূচিতে। অনেক কর্মকর্তাই নিজের অতীত রাজনৈতিক অবস্থান তুলে ধরতে ব্যস্ত। তারা বর্তমান পরিচয় দিতে চান না। আচরণে, কার্যক্রমে তারা চলেন রাজনীতিবিদদের মতো করে। আমলাদের সীমাহীন ক্ষমতা প্রদর্শনের কসরতে মন্ত্রী, এমপি, সিটি মেয়র, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা অনেক সময় নিজের কর্মীদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেন। বিশেষত ২০১৪ সালে এ প্রক্রিয়া শুরু হয়েছে বিকটভাবে। বর্তমানে এর ডালপালা আরও ব্যাপকভাবে বিকশিত হয়েছে। এতে সরকারের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের এ দাপুটে অবস্থার জন্য রাজনৈতিক নেতারাই অনেকাংশে দায়ী। আমলাদের যথেচ্ছতার কারণে প্রশাসনের চেইন অব কমান্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ প্রশাসনেও বিরাজ করছে একই অবস্থা। প্রশাসনকে রাজনৈতিকীকরণ করতে গিয়ে রাজনীতিবিদরাই নিজেদের সমূহ সর্বনাশ ডেকে এনেছেন। তাদের অপরিণামদর্শী কর্মকান্ড দেশের গণতন্ত্রের জন্যও বিসংবাদ ডেকে আনছে। অস্তিত্বের স্বার্থেই আমলাতান্ত্রিক দাপট নিয়ন্ত্রণে সরকারকে যত্নবান হতে হবে।
শিরোনাম
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
- আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা
- বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
- জামিন পেলেন হিরো আলম
- শাহরুখের নামে দুবাইয়ে পাঁচতারা হোটেল
- ইবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী আটক, থানায় সোপর্দ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২
- বিদেশি অপরাধী ঠেকাতে থাইল্যান্ডে ভিসা যাচাইয়ে নতুন কড়াকড়ি
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীতে নৌ-র্যালি
- আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে : অ্যাটর্নি জেনারেল
- একাত্তরের মতো জুলাইকে নিয়ে একটা শ্রেণি ব্যবসা শুরু করেছে : শিবির সভাপতি
আমলাতন্ত্রের দাপট
গণতন্ত্রের জন্য শোভনীয় নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর