বিদেশি প্রসাধনের নামে দেশে কী বিক্রি হচ্ছে তা নিয়ে গভীর সংশয় দানা বেঁধে উঠেছে। মানুষ প্রসাধনী ব্যবহার করে সুন্দর হওয়ার জন্য। দেশে এখন মানসম্মত প্রসাধনী তৈরিও হচ্ছে। তার পরও যাদের আর্থিক সামর্থ্য আছে তারা দেশি প্রসাধনীর বদলে বিদেশি প্রসাধনীর শরণাপন্ন হন। কয়েক গুণ দামেও কেনেন ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে তৈরি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী। কিন্তু বাজারে পাওয়া যায় এমন বিদেশি প্রসাধনীর এক বড় অংশই নকল। র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায়ই নকল বিদেশি প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকার প্রসাধনী আটক করছেন। রাসায়নিক পরীক্ষায় তা বিষাক্ত ও ত্বকের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। বিদেশি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী যারা ব্যবহার করেন খবরটি তাদের জন্য উদ্বেগজনক। বিদেশি প্রসাধনীর জন্য বেশি অর্থ ব্যয় করেও অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঠকতে হচ্ছে। কারণ দেশেই তৈরি হচ্ছে এসব নকল প্রসাধনী এবং ব্যবহৃত হচ্ছে উচ্চমাত্রার ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এমনকি বিদেশ থেকেও আসলের বদলে নকল প্রসাধনীর আমদানি ঘটছে। ইতিপূর্বে শুল্ক গোয়েন্দাদের আটক বিদেশি নকল প্রসাধনীতে বিষাক্ত রাসায়নিকের অস্তিত্ব মিলেছে। রাজধানীতে বিদেশি নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী আটকের পর ফরেনসিক ল্যাবের পরীক্ষায়ও ক্ষতিকর রাসায়নিকের সন্ধান মিলেছে। বাজারে যেসব বিদেশি প্রসাধনী পাওয়া যায়, তার একাংশের মোড়ক দেখে বোঝার উপায় নেই, এটা আসলে স্থানীয়ভাবে তৈরি নকল পণ্য। এসব পণ্যের কৌটা বিদেশ থেকে আমদানি করা হয়। এমনকি প্যাকেজিংটাও বাইরে থেকে আনা হয়। এখানে শুধু ছোট্ট একটা মেশিন দিয়ে রিফিল করা হয়। নকল প্রসাধনী ব্যবহারে স্কিন ক্যান্সারেরও আশঙ্কা থাকে। পাশাপাশি ত্বকে দানা, হাঁপানি, মাথাব্যথা, চোখ জ্বালাপোড়াসহ অন্যান্য রোগেরও উদ্ভব হয়। মানুষ প্রসাধনী ব্যবহার করে সুন্দর থাকার জন্য। কিন্তু নকল-ভেজাল বিদেশি প্রসাধনী ব্যবহার করে ভোক্তা শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনছে। জনস্বার্থেই প্রসাধনী নকল-ভেজালের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। এ ব্যাপারে দায়িত্বশীল সব সংস্থাকে সক্রিয় হতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর আইন প্রণয়নও জরুরি।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ