বিদেশি প্রসাধনের নামে দেশে কী বিক্রি হচ্ছে তা নিয়ে গভীর সংশয় দানা বেঁধে উঠেছে। মানুষ প্রসাধনী ব্যবহার করে সুন্দর হওয়ার জন্য। দেশে এখন মানসম্মত প্রসাধনী তৈরিও হচ্ছে। তার পরও যাদের আর্থিক সামর্থ্য আছে তারা দেশি প্রসাধনীর বদলে বিদেশি প্রসাধনীর শরণাপন্ন হন। কয়েক গুণ দামেও কেনেন ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে তৈরি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী। কিন্তু বাজারে পাওয়া যায় এমন বিদেশি প্রসাধনীর এক বড় অংশই নকল। র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায়ই নকল বিদেশি প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকার প্রসাধনী আটক করছেন। রাসায়নিক পরীক্ষায় তা বিষাক্ত ও ত্বকের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। বিদেশি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী যারা ব্যবহার করেন খবরটি তাদের জন্য উদ্বেগজনক। বিদেশি প্রসাধনীর জন্য বেশি অর্থ ব্যয় করেও অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঠকতে হচ্ছে। কারণ দেশেই তৈরি হচ্ছে এসব নকল প্রসাধনী এবং ব্যবহৃত হচ্ছে উচ্চমাত্রার ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এমনকি বিদেশ থেকেও আসলের বদলে নকল প্রসাধনীর আমদানি ঘটছে। ইতিপূর্বে শুল্ক গোয়েন্দাদের আটক বিদেশি নকল প্রসাধনীতে বিষাক্ত রাসায়নিকের অস্তিত্ব মিলেছে। রাজধানীতে বিদেশি নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী আটকের পর ফরেনসিক ল্যাবের পরীক্ষায়ও ক্ষতিকর রাসায়নিকের সন্ধান মিলেছে। বাজারে যেসব বিদেশি প্রসাধনী পাওয়া যায়, তার একাংশের মোড়ক দেখে বোঝার উপায় নেই, এটা আসলে স্থানীয়ভাবে তৈরি নকল পণ্য। এসব পণ্যের কৌটা বিদেশ থেকে আমদানি করা হয়। এমনকি প্যাকেজিংটাও বাইরে থেকে আনা হয়। এখানে শুধু ছোট্ট একটা মেশিন দিয়ে রিফিল করা হয়। নকল প্রসাধনী ব্যবহারে স্কিন ক্যান্সারেরও আশঙ্কা থাকে। পাশাপাশি ত্বকে দানা, হাঁপানি, মাথাব্যথা, চোখ জ্বালাপোড়াসহ অন্যান্য রোগেরও উদ্ভব হয়। মানুষ প্রসাধনী ব্যবহার করে সুন্দর থাকার জন্য। কিন্তু নকল-ভেজাল বিদেশি প্রসাধনী ব্যবহার করে ভোক্তা শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনছে। জনস্বার্থেই প্রসাধনী নকল-ভেজালের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। এ ব্যাপারে দায়িত্বশীল সব সংস্থাকে সক্রিয় হতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর আইন প্রণয়নও জরুরি।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
বিদেশি নকল প্রসাধনী
প্রশাসনের কড়া নজর কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর