বিদেশি প্রসাধনের নামে দেশে কী বিক্রি হচ্ছে তা নিয়ে গভীর সংশয় দানা বেঁধে উঠেছে। মানুষ প্রসাধনী ব্যবহার করে সুন্দর হওয়ার জন্য। দেশে এখন মানসম্মত প্রসাধনী তৈরিও হচ্ছে। তার পরও যাদের আর্থিক সামর্থ্য আছে তারা দেশি প্রসাধনীর বদলে বিদেশি প্রসাধনীর শরণাপন্ন হন। কয়েক গুণ দামেও কেনেন ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে তৈরি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী। কিন্তু বাজারে পাওয়া যায় এমন বিদেশি প্রসাধনীর এক বড় অংশই নকল। র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায়ই নকল বিদেশি প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকার প্রসাধনী আটক করছেন। রাসায়নিক পরীক্ষায় তা বিষাক্ত ও ত্বকের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। বিদেশি নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী যারা ব্যবহার করেন খবরটি তাদের জন্য উদ্বেগজনক। বিদেশি প্রসাধনীর জন্য বেশি অর্থ ব্যয় করেও অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঠকতে হচ্ছে। কারণ দেশেই তৈরি হচ্ছে এসব নকল প্রসাধনী এবং ব্যবহৃত হচ্ছে উচ্চমাত্রার ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এমনকি বিদেশ থেকেও আসলের বদলে নকল প্রসাধনীর আমদানি ঘটছে। ইতিপূর্বে শুল্ক গোয়েন্দাদের আটক বিদেশি নকল প্রসাধনীতে বিষাক্ত রাসায়নিকের অস্তিত্ব মিলেছে। রাজধানীতে বিদেশি নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী আটকের পর ফরেনসিক ল্যাবের পরীক্ষায়ও ক্ষতিকর রাসায়নিকের সন্ধান মিলেছে। বাজারে যেসব বিদেশি প্রসাধনী পাওয়া যায়, তার একাংশের মোড়ক দেখে বোঝার উপায় নেই, এটা আসলে স্থানীয়ভাবে তৈরি নকল পণ্য। এসব পণ্যের কৌটা বিদেশ থেকে আমদানি করা হয়। এমনকি প্যাকেজিংটাও বাইরে থেকে আনা হয়। এখানে শুধু ছোট্ট একটা মেশিন দিয়ে রিফিল করা হয়। নকল প্রসাধনী ব্যবহারে স্কিন ক্যান্সারেরও আশঙ্কা থাকে। পাশাপাশি ত্বকে দানা, হাঁপানি, মাথাব্যথা, চোখ জ্বালাপোড়াসহ অন্যান্য রোগেরও উদ্ভব হয়। মানুষ প্রসাধনী ব্যবহার করে সুন্দর থাকার জন্য। কিন্তু নকল-ভেজাল বিদেশি প্রসাধনী ব্যবহার করে ভোক্তা শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনছে। জনস্বার্থেই প্রসাধনী নকল-ভেজালের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। এ ব্যাপারে দায়িত্বশীল সব সংস্থাকে সক্রিয় হতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর আইন প্রণয়নও জরুরি।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
বিদেশি নকল প্রসাধনী
প্রশাসনের কড়া নজর কাম্য
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর