টেস্টে টানা ছয় ম্যাচে হারার পর জিম্বাবুয়ের বিরুদ্ধে এক অবিস্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তারা সফররত জিম্বাবুয়ে দলকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফিরে এসেছে জয়ের ধারায়। আশা করা হচ্ছে, এই জয় টাইগারদের আত্মবিশ্বাস সৃষ্টিতে অবদান রাখবে। আসন্ন পাকিস্তান সফরে ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। এক সময়ের শক্তিমান জিম্বাবুয়ে সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটের পেছনের কাতারের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে সাম্প্রতিক সময়ে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টাও যে করছে তা স্পষ্ট। যে কারণে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ে ভালো করবে এমনটিই আশা করেছিল আফ্রিকান দলটি। কিন্তু টাইগাররা সেটি হতে দেয়নি। গত ছয়টি ম্যাচে লজ্জাজনক হার মানলেও জিম্বাবুয়েকে তারা হারিয়েছে বড় ব্যবধানে। জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করে। ২৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সোমবার ৯ রান করতেই ২ উইকেট হারায় সফরকারীরা। মঙ্গলবার নাঈম হাসান ও তাইজুলের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি দলটির ব্যাটসম্যানরা। সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানেই। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া নাঈমের দ্বিতীয় ইনিংসে শিকার ৫ উইকেট। দুর্দান্ত তাইজুল তুলে নিয়েছেন ৪ উইকেট। ডাবল সেঞ্চুরি করায় ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুলের কণ্ঠে ছিল স্বস্তির সুর। বলেছেন, দল হিসেবে তারা খুবই ভালো খেলেছেন। ব্যাটসম্যানরা যেমন বড় ইনিংস খেলেছেন তেমন বোলাররা অসাধারণ বোলিং করেছেন। নাঈমের কথা আলাদা করেই বলতে হবে। অন্যরাও যার যার জায়গা থেকে সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন। চমৎকার ছিল দলীয় সমন্বয়। এই জয়ে টাইগাররা অনেক আত্মবিশ্বাসী। আশা করা যায়, ওয়ানডে সিরিজেও জিতবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ফরমেটে বেশ এগিয়ে গেলেও টেস্টে তাদের অবস্থান এখনো স্থিতিশীল নয়। এ অবস্থা কাটিয়ে উঠতে জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় জয় অনুপ্রেরণা জোগাবে। টেস্টে জিততে হলে অটুট আস্থার প্রয়োজন হয়। পর পর ছয় ম্যাচে হেরে টাইগাররা যে আস্থাহীনতায় ভুগছিল তা থেকে সরে আসার জন্য এমন একটি জয়েরই প্রয়োজন ছিল। টাইগারদের প্রতি আমাদের অভিনন্দন।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
টাইগারদের বড় জয়
এ ধারা ধরে রাখতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর