টেস্টে টানা ছয় ম্যাচে হারার পর জিম্বাবুয়ের বিরুদ্ধে এক অবিস্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তারা সফররত জিম্বাবুয়ে দলকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফিরে এসেছে জয়ের ধারায়। আশা করা হচ্ছে, এই জয় টাইগারদের আত্মবিশ্বাস সৃষ্টিতে অবদান রাখবে। আসন্ন পাকিস্তান সফরে ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। এক সময়ের শক্তিমান জিম্বাবুয়ে সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটের পেছনের কাতারের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে সাম্প্রতিক সময়ে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টাও যে করছে তা স্পষ্ট। যে কারণে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ে ভালো করবে এমনটিই আশা করেছিল আফ্রিকান দলটি। কিন্তু টাইগাররা সেটি হতে দেয়নি। গত ছয়টি ম্যাচে লজ্জাজনক হার মানলেও জিম্বাবুয়েকে তারা হারিয়েছে বড় ব্যবধানে। জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করে। ২৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সোমবার ৯ রান করতেই ২ উইকেট হারায় সফরকারীরা। মঙ্গলবার নাঈম হাসান ও তাইজুলের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি দলটির ব্যাটসম্যানরা। সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানেই। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া নাঈমের দ্বিতীয় ইনিংসে শিকার ৫ উইকেট। দুর্দান্ত তাইজুল তুলে নিয়েছেন ৪ উইকেট। ডাবল সেঞ্চুরি করায় ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুলের কণ্ঠে ছিল স্বস্তির সুর। বলেছেন, দল হিসেবে তারা খুবই ভালো খেলেছেন। ব্যাটসম্যানরা যেমন বড় ইনিংস খেলেছেন তেমন বোলাররা অসাধারণ বোলিং করেছেন। নাঈমের কথা আলাদা করেই বলতে হবে। অন্যরাও যার যার জায়গা থেকে সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন। চমৎকার ছিল দলীয় সমন্বয়। এই জয়ে টাইগাররা অনেক আত্মবিশ্বাসী। আশা করা যায়, ওয়ানডে সিরিজেও জিতবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ফরমেটে বেশ এগিয়ে গেলেও টেস্টে তাদের অবস্থান এখনো স্থিতিশীল নয়। এ অবস্থা কাটিয়ে উঠতে জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় জয় অনুপ্রেরণা জোগাবে। টেস্টে জিততে হলে অটুট আস্থার প্রয়োজন হয়। পর পর ছয় ম্যাচে হেরে টাইগাররা যে আস্থাহীনতায় ভুগছিল তা থেকে সরে আসার জন্য এমন একটি জয়েরই প্রয়োজন ছিল। টাইগারদের প্রতি আমাদের অভিনন্দন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
টাইগারদের বড় জয়
এ ধারা ধরে রাখতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর