টেস্টে টানা ছয় ম্যাচে হারার পর জিম্বাবুয়ের বিরুদ্ধে এক অবিস্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তারা সফররত জিম্বাবুয়ে দলকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফিরে এসেছে জয়ের ধারায়। আশা করা হচ্ছে, এই জয় টাইগারদের আত্মবিশ্বাস সৃষ্টিতে অবদান রাখবে। আসন্ন পাকিস্তান সফরে ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। এক সময়ের শক্তিমান জিম্বাবুয়ে সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটের পেছনের কাতারের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে সাম্প্রতিক সময়ে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টাও যে করছে তা স্পষ্ট। যে কারণে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ে ভালো করবে এমনটিই আশা করেছিল আফ্রিকান দলটি। কিন্তু টাইগাররা সেটি হতে দেয়নি। গত ছয়টি ম্যাচে লজ্জাজনক হার মানলেও জিম্বাবুয়েকে তারা হারিয়েছে বড় ব্যবধানে। জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করে। ২৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সোমবার ৯ রান করতেই ২ উইকেট হারায় সফরকারীরা। মঙ্গলবার নাঈম হাসান ও তাইজুলের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি দলটির ব্যাটসম্যানরা। সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানেই। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া নাঈমের দ্বিতীয় ইনিংসে শিকার ৫ উইকেট। দুর্দান্ত তাইজুল তুলে নিয়েছেন ৪ উইকেট। ডাবল সেঞ্চুরি করায় ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুলের কণ্ঠে ছিল স্বস্তির সুর। বলেছেন, দল হিসেবে তারা খুবই ভালো খেলেছেন। ব্যাটসম্যানরা যেমন বড় ইনিংস খেলেছেন তেমন বোলাররা অসাধারণ বোলিং করেছেন। নাঈমের কথা আলাদা করেই বলতে হবে। অন্যরাও যার যার জায়গা থেকে সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন। চমৎকার ছিল দলীয় সমন্বয়। এই জয়ে টাইগাররা অনেক আত্মবিশ্বাসী। আশা করা যায়, ওয়ানডে সিরিজেও জিতবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ফরমেটে বেশ এগিয়ে গেলেও টেস্টে তাদের অবস্থান এখনো স্থিতিশীল নয়। এ অবস্থা কাটিয়ে উঠতে জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় জয় অনুপ্রেরণা জোগাবে। টেস্টে জিততে হলে অটুট আস্থার প্রয়োজন হয়। পর পর ছয় ম্যাচে হেরে টাইগাররা যে আস্থাহীনতায় ভুগছিল তা থেকে সরে আসার জন্য এমন একটি জয়েরই প্রয়োজন ছিল। টাইগারদের প্রতি আমাদের অভিনন্দন।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
টাইগারদের বড় জয়
এ ধারা ধরে রাখতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর