কক্সবাজারের মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির বৈঠকে। দেশের বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১৭ হাজার ৭৭৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার একনেক বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এর সিংহভাগ অর্থায়ন করবে জাপান। মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট নামের প্রকল্পটি বাস্তবায়ন হলে গভীর সমুদ্রবন্দরের জন্য বাংলাদেশকে পরনির্ভর থাকতে হবে না। একনেকের বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেছেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কোনো আবেগের জায়গা নয়, এটা প্রয়োজন। এ প্রকল্পের কিছু ব্যয় বেশি ধরা হয়েছে। কারণ পায়রা ও মাতারবাড়ীর জমির কনফিগারেশন এক নয়। এ ছাড়া মাতারবাড়ীর সড়ক কোনো সাধারণ সড়ক হবে না। এগুলো হবে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের ব্যবসা-বাণিজ্য বাড়বে। প্রকল্প বাস্তবায়নে ১২ হাজার ৮৯২ কোটি ৭৬ লাখ টাকা ঋণ দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। বাকি ২ হাজার ৬৭১ কোটি ১৫ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল ও ২ হাজার ২১৩ কোটি ২৪ লাখ টাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তহবিল থেকে ব্যয় করা হবে। প্রকল্পটির সংযোগসড়ক ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা মানসম্মত করা হবে; যা থেকে ভবিষ্যৎ আন্তর্জাতিক বাণিজ্য চাহিদা মেটানো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্রুত বন্দরসেবা দেওয়া সম্ভব হবে। বর্তমানে বাংলাদেশ কলম্বো ও সিঙ্গাপুর গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে। দেশে গভীর সমুদ্রবন্দর স্থাপন হলে বড় জাহাজের নোঙর সম্ভব হবে। গভীর সমুদ্রবন্দর স্থাপনে চীনসহ বিভিন্ন দেশ আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত জাপানের সহায়তা নেওয়া হচ্ছে। বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপন বৈদেশিক বিনিয়োগে উৎসাহ জোগাবে। গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে সংলগ্ন এলাকাগুলোয় শিল্প জোন গড়ে তোলার কাজও শুরু হয়েছে; যার কল্যাণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ বয়ে আনবে গভীর সমুদ্রবন্দর। এটি নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
গভীর সমুদ্রবন্দর
বেগবান হবে দেশের অর্থনীতি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর