পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর প্রতিশ্রুতি প্রহসনে পরিণত হয়েছিল বিকল্প স্থান ও স্থাপনার অভাবে। টঙ্গীর কাঁঠালদিয়ায় ছয় একর জমির ওপর অস্থায়ী গুদাম নির্মাণের তোড়জোড় আপাতত সে সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি করেছে। শনিবার গুদামের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। আশা করা হচ্ছে, নির্মাণ কাজ সম্পন্ন হলে সেখানে পুরান ঢাকার রাসায়নিক গুদাম স্থানান্তর করা সম্ভব হবে। রাজধানীর পুরান ঢাকার কয়েক লাখ মানুষের জিম্মি অবস্থার অবসান ঘটবে। ৯১ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে টঙ্গীতে যে রাসায়নিক গুদাম নির্মাণ করা হচ্ছে এলাকাটি অপেক্ষাকৃত কম ঘনবসতির। স্মর্তব্য, ২০১০ সালের ৩ জুন রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২৩ জন প্রাণ হারান। আহত হন কয়েকশ মানুষ। এ ঘটনার পর রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে আদেশ দেয় হাই কোর্ট। ওই আদেশ বাস্তবায়নের আগেই গত বছরের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ফের ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় ৬৭ জন নিহত হন। এরপর ৯ বছর আগে হাই কোর্টের দেওয়া আদেশ নিয়ে ফের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়; যার পরিপ্রেক্ষিতে কেমিক্যাল গুদাম টঙ্গীতে স্থানান্তরের গরজ সৃষ্টি হয়। প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধনকালে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাময়িকভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে। স্থায়ী সমাধানের জন্য মুন্সীগঞ্জে বিসিক কেমিক্যাল শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। এ শিল্পনগরী স্থাপনের পরপরই অস্থায়ী গুদাম থেকে রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের স্থায়ীভাবে সরিয়ে মুন্সীগঞ্জে নিয়ে যাওয়া হবে। পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম স্থানান্তরের উদ্যোগ প্রশংসার দাবিদার। ২০১০ সালের নিমতলী বিপর্যয়ের পর রাসায়নিক গুদাম স্থানান্তর করা হলে গত বছর চুড়িহাট্টায় ৬৭ জনের প্রাণহানি এড়ানো যেত। হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও সময়মতো স্থানান্তরের পদক্ষেপ না নেওয়া দুর্ভাগ্যজনক। আমরা আশা করব অস্থায়ী গুদামগুলোর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। সম্ভাব্য কম সময়ের মধ্যে রাসায়নিক গুদাম স্থানান্তর করে পুরান ঢাকাবাসীকে জিম্মি অবস্থা থেকে মুক্ত করা হবে। প্রতিপালন করা হবে নয় বছর আগে দেওয়া হাই কোর্টের নির্দেশ।
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
রাসায়নিক গুদাম স্থানান্তর
এ সুমতি প্রশংসার দাবিদার
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর