পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর প্রতিশ্রুতি প্রহসনে পরিণত হয়েছিল বিকল্প স্থান ও স্থাপনার অভাবে। টঙ্গীর কাঁঠালদিয়ায় ছয় একর জমির ওপর অস্থায়ী গুদাম নির্মাণের তোড়জোড় আপাতত সে সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি করেছে। শনিবার গুদামের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। আশা করা হচ্ছে, নির্মাণ কাজ সম্পন্ন হলে সেখানে পুরান ঢাকার রাসায়নিক গুদাম স্থানান্তর করা সম্ভব হবে। রাজধানীর পুরান ঢাকার কয়েক লাখ মানুষের জিম্মি অবস্থার অবসান ঘটবে। ৯১ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে টঙ্গীতে যে রাসায়নিক গুদাম নির্মাণ করা হচ্ছে এলাকাটি অপেক্ষাকৃত কম ঘনবসতির। স্মর্তব্য, ২০১০ সালের ৩ জুন রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২৩ জন প্রাণ হারান। আহত হন কয়েকশ মানুষ। এ ঘটনার পর রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে আদেশ দেয় হাই কোর্ট। ওই আদেশ বাস্তবায়নের আগেই গত বছরের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ফের ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় ৬৭ জন নিহত হন। এরপর ৯ বছর আগে হাই কোর্টের দেওয়া আদেশ নিয়ে ফের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়; যার পরিপ্রেক্ষিতে কেমিক্যাল গুদাম টঙ্গীতে স্থানান্তরের গরজ সৃষ্টি হয়। প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধনকালে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাময়িকভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে। স্থায়ী সমাধানের জন্য মুন্সীগঞ্জে বিসিক কেমিক্যাল শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। এ শিল্পনগরী স্থাপনের পরপরই অস্থায়ী গুদাম থেকে রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের স্থায়ীভাবে সরিয়ে মুন্সীগঞ্জে নিয়ে যাওয়া হবে। পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম স্থানান্তরের উদ্যোগ প্রশংসার দাবিদার। ২০১০ সালের নিমতলী বিপর্যয়ের পর রাসায়নিক গুদাম স্থানান্তর করা হলে গত বছর চুড়িহাট্টায় ৬৭ জনের প্রাণহানি এড়ানো যেত। হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও সময়মতো স্থানান্তরের পদক্ষেপ না নেওয়া দুর্ভাগ্যজনক। আমরা আশা করব অস্থায়ী গুদামগুলোর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। সম্ভাব্য কম সময়ের মধ্যে রাসায়নিক গুদাম স্থানান্তর করে পুরান ঢাকাবাসীকে জিম্মি অবস্থা থেকে মুক্ত করা হবে। প্রতিপালন করা হবে নয় বছর আগে দেওয়া হাই কোর্টের নির্দেশ।
শিরোনাম
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স