করোনাভাইরাস কি আমাদের দেশ থেকে মানবিকতাকে কেড়ে নিতে চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক মহিলাকে তার স্বামী ও সন্তানরা সখীপুর বনের মধ্যে ফেলে এসেছে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। সুনামগঞ্জে অশীতিপর বৃদ্ধ মাকে তার দুই পুত্র ও পুত্রবধূরা গ্রামছাড়া করেছে। ঢাকাফেরত প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন- এমন যুক্তিতে অসহায় বৃদ্ধ মাকে শুধু বাড়ি নয়, গ্রামছাড়া করেছেন স্বজনরা। ফেনীতে কিডনি রোগে মৃত্যুবরণকারী এক মহিলার লাশ দাফনে বাধা দেয় মানবিক অনুভূতি হারানো এলাকাবাসী। ওই মহিলা ঢাকায় মারা গেলে তার লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে গেলে লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় গ্রামবাসী। তারা অ্যাম্বুলেন্স ভাঙচুরের নৃশংসতাও দেখায়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে লাশ সুলতানপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হামিদা মোস্তফা সেঁওতি। সেখান থেকে তিনি চলে আসেন ময়মনসিংহের চরপাড়া নয়াপাড়া এলাকায় স্বামীর ভাড়া বাসায়। তার স্বামীও ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন চিকিৎসক। গত মঙ্গলবার চারদিকে জানাজানি হয়ে পড়ে ডাক্তার দম্পতি করোনা আক্রান্ত। এলাকাবাসীর তোপের মুখে বুধবার স্থানীয় কাউন্সিলর, পুলিশ ও সিভিল সার্জনের উদ্যোগে ওই দম্পতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে কোয়ারেন্টাইনে রাখা হয়। সন্ধ্যায় অবশ্য পিসিআর ল্যাবে ওই দম্পতির করোনা পরীক্ষায় নেগেটিভ অর্থাৎ তারা করোনাভাইরাসে আক্রান্ত নন, এমন রিপোর্ট আসে। মানবিকতা বিসর্জনের চারটি প্রতিবেদন পাশাপাশি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, চারটি ঘটনারই শিকার নারীরা। সন্দেহ নেই, করোনা একটি ভয়াবহ ভাইরাস। কিন্তু প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে এ ভাইরাসে আক্রান্তরা নিরাময় লাভ করেন। অথচ আতঙ্ক ও কুসংস্কার মানুষের মানবিকতাকে কীভাবে কেড়ে নিয়েছে তার প্রমাণ স্বজনরাও তাদের চেহারা বদলাচ্ছে; সন্তানদের কাছে মা হচ্ছেন উপেক্ষিত। সাধারণ রোগে মৃত্যুবরণকারী মানুষের দাফনেও দেওয়া হচ্ছে বাধা; যা শুধু অমানবিকই নয়, নিষ্ঠুরতাও।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মানবিকতায় ধস
আর কত অধঃপতন দেখব আমরা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর