চারপাশে অজস্র গাছের ভিড়। কালের বিশালদেহী পুরনো সব মহিরুহ, গায়ে গায়ে জড়িয়ে রয়েছে লতাগুল্ম। লতাগুল্মের কারুকার্যময় থামের ওপর আকাশ যেন ছাদ। এ নির্জন চড়াই-উতরাইয়ের শান্ত বনতলে ঘুরে বেড়ানোয় কোনো অবকাশ নেই। দারুণ বাতাস, বনফুল আম-কাঁঠালের গন্ধে শরীর-মন ভেসে বেড়ায়। প্রখর দাবদাহের ক্লান্তি কোনোভাবেই ছুঁতে পারে না। এখন এসব বনানীর সঙ্গে দেখা পাওয়া ক্রমে যেন ধূসর পান্ডুলিপির মতো। বদলে যাচ্ছে চারপাশ, পাল্টে যাচ্ছে আমাদের খুব চেনা পরিবেশটা। বর্তমানের এ আধুনিক থেকে আধুনিকতর সভ্যতার মাঝে দাঁড়িয়ে আমরা হারিয়ে ফেলেছি বনানীকে। মাঝে মাঝে যখন প্রচ- দাবদাহে কিংবা ভূমিকম্পে, বন্যায় আমাদের জীবন বিপর্যস্ত হয় তখন আমরা বনানীর ছায়া আর আলুথালু হাওয়া প্রয়োজন-অপ্রয়োজনে দূরে সরিয়ে দিচ্ছি। শুধু আমরাই কেন? পৃথিবীর সব মানুষ এমনিভাবে বনানীকে জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছে। মৃত্যুর পথে পা রাখছে। এ দুঃসময়ের ছবি তো আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি। সুনামি হলে শহরে হঠাৎ করে নেমে আসা জলস্রোতের ঘটনা, ভূমিকম্প ছাড়াও পৃথিবীর উত্তর মেরুতে বরফ গলে যাওয়া, ক্রমে সমুদ্রের পানিস্তর বেড়ে গিয়ে সন্নিকটের স্থানগুলো পানিতে ডুবে যাওয়া অথবা অন্য স্থানগুলোয় পানিস্তর মাটির নিচে নেমে যাওয়া ইত্যাদি বিষয় এখন আমাদের ক্রমে চিন্তিত করছে। পাশাপাশি সূর্যতাপ ক্রমে বেড়ে যাওয়া, বৃষ্টির অভাব এগুলো আমাদের উৎকণ্ঠিত করে। এ পরিবেশ থেকে উত্তরণের জন্য মানবসমাজ সব ভেদাভেদের গন্ডি ছাড়িয়ে একবোধে জাগরিত হচ্ছে। ১৯৭০ সালে পৃথিবী দিবস পালনের মধ্য দিয়ে গ্রিনহাউস এফেক্ট বিষয়টি প্রাধান্য পায়। যাতে ধরা পড়ে প্রতি ১০ বছরে ২ ডিগ্রি করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত দু-তিন দশকে পৃথিবীর ৫০ কোটি একর অরণ্য বিনষ্ট হয়েছে। যার ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে আসছে বা হচ্ছে। এখন জীবনের জন্য পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য চাই বনভূমিকে। আমরা বাঁচতে চাই, প্রজন্মের জন্য সাজিয়ে যেতে চাই এক সুন্দর সুস্থ ভুবন। সেদিক থেকে আমাদের দেশের লোকজন পিছিয়ে নেই। দেশের বিভিন্ন স্থানজুড়ে এখন চলছে বিভিন্ন কর্মোদ্যোগ। বন দফতর থেকে নদীর তীর, বিদ্যালয়, অফিস রাস্তার পাশ সর্বত্র বৃক্ষরোপণের পাশাপাশি বসত-ভিটায়ও বৃক্ষরোপণের জন্য চারাগাছ দিয়ে জনগণকে উৎসাহিত করা হচ্ছে।
শিরোনাম
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৫
- নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিরিরবন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম
- জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
বন ও মানবসভ্যতা
আফতাব চৌধুরী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম