চারপাশে অজস্র গাছের ভিড়। কালের বিশালদেহী পুরনো সব মহিরুহ, গায়ে গায়ে জড়িয়ে রয়েছে লতাগুল্ম। লতাগুল্মের কারুকার্যময় থামের ওপর আকাশ যেন ছাদ। এ নির্জন চড়াই-উতরাইয়ের শান্ত বনতলে ঘুরে বেড়ানোয় কোনো অবকাশ নেই। দারুণ বাতাস, বনফুল আম-কাঁঠালের গন্ধে শরীর-মন ভেসে বেড়ায়। প্রখর দাবদাহের ক্লান্তি কোনোভাবেই ছুঁতে পারে না। এখন এসব বনানীর সঙ্গে দেখা পাওয়া ক্রমে যেন ধূসর পান্ডুলিপির মতো। বদলে যাচ্ছে চারপাশ, পাল্টে যাচ্ছে আমাদের খুব চেনা পরিবেশটা। বর্তমানের এ আধুনিক থেকে আধুনিকতর সভ্যতার মাঝে দাঁড়িয়ে আমরা হারিয়ে ফেলেছি বনানীকে। মাঝে মাঝে যখন প্রচ- দাবদাহে কিংবা ভূমিকম্পে, বন্যায় আমাদের জীবন বিপর্যস্ত হয় তখন আমরা বনানীর ছায়া আর আলুথালু হাওয়া প্রয়োজন-অপ্রয়োজনে দূরে সরিয়ে দিচ্ছি। শুধু আমরাই কেন? পৃথিবীর সব মানুষ এমনিভাবে বনানীকে জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছে। মৃত্যুর পথে পা রাখছে। এ দুঃসময়ের ছবি তো আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি। সুনামি হলে শহরে হঠাৎ করে নেমে আসা জলস্রোতের ঘটনা, ভূমিকম্প ছাড়াও পৃথিবীর উত্তর মেরুতে বরফ গলে যাওয়া, ক্রমে সমুদ্রের পানিস্তর বেড়ে গিয়ে সন্নিকটের স্থানগুলো পানিতে ডুবে যাওয়া অথবা অন্য স্থানগুলোয় পানিস্তর মাটির নিচে নেমে যাওয়া ইত্যাদি বিষয় এখন আমাদের ক্রমে চিন্তিত করছে। পাশাপাশি সূর্যতাপ ক্রমে বেড়ে যাওয়া, বৃষ্টির অভাব এগুলো আমাদের উৎকণ্ঠিত করে। এ পরিবেশ থেকে উত্তরণের জন্য মানবসমাজ সব ভেদাভেদের গন্ডি ছাড়িয়ে একবোধে জাগরিত হচ্ছে। ১৯৭০ সালে পৃথিবী দিবস পালনের মধ্য দিয়ে গ্রিনহাউস এফেক্ট বিষয়টি প্রাধান্য পায়। যাতে ধরা পড়ে প্রতি ১০ বছরে ২ ডিগ্রি করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত দু-তিন দশকে পৃথিবীর ৫০ কোটি একর অরণ্য বিনষ্ট হয়েছে। যার ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে আসছে বা হচ্ছে। এখন জীবনের জন্য পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য চাই বনভূমিকে। আমরা বাঁচতে চাই, প্রজন্মের জন্য সাজিয়ে যেতে চাই এক সুন্দর সুস্থ ভুবন। সেদিক থেকে আমাদের দেশের লোকজন পিছিয়ে নেই। দেশের বিভিন্ন স্থানজুড়ে এখন চলছে বিভিন্ন কর্মোদ্যোগ। বন দফতর থেকে নদীর তীর, বিদ্যালয়, অফিস রাস্তার পাশ সর্বত্র বৃক্ষরোপণের পাশাপাশি বসত-ভিটায়ও বৃক্ষরোপণের জন্য চারাগাছ দিয়ে জনগণকে উৎসাহিত করা হচ্ছে।
শিরোনাম
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
বন ও মানবসভ্যতা
আফতাব চৌধুরী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর