চাঞ্চল্যকর দীপন হত্যা মামলার রায় প্রদানের এক সপ্তাহ না যেতেই ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায ঘোষিত হলো গত মঙ্গলবার। এ রায়ে নৃশংস ওই হত্যাকান্ডের দায়ে পাঁচ জঙ্গিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আরেক জঙ্গিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গি নেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ও আরাফাত রহমান ওরফে সিয়াম। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হলেন শফিউর রহমান ফারাবী। এদের মধ্যে আসামি জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। বাকি আসামিরা কারাগারে আছেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হলো জননিরাপত্তা বিঘিœত করে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ ও নিরুৎসাহ করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ না করতে পারেন। উল্লেখ্য, ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে অভিজিৎ হত্যায় যে ছয়জনকে শাস্তির রায় দেওয়া হলো তার মধ্যে আরাফাত ও ফারাবী ছাড়া অন্য সবাই দীপন হত্যায়ও জড়িত ছিলেন। দুই হত্যাকান্ডেই মূল হোতা হিসেবে ভূমিকা পালন করেছেন বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক ও জঙ্গি নেতা আকরাম হোসেন। তারা পলাতক থাকায় অভিজিতের স্বজন এবং ব্লগারদের মধ্যে আতঙ্ক থেকেই যাবে। ফলে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামসহ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শিকড় উৎপাটনে দুই পলাতক আসামিকে ধরার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সক্রিয় হবেন এমনটিই প্রত্যাশিত। মৌলবাদীদের শিখ-ী হিসেবে ব্যবহার করে রাজনৈতিক শক্তি অর্জনে লিপ্ত সব জঙ্গিগোষ্ঠীর নোখর ভাঙতেও চালাতে হবে আরও তৎরপরতা। দেশের লাল-সবুজ পতাকা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে এ বিষয়ে কোনো শিথিলতার অবকাশ থাকা উচিত নয়।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
অভিজিৎ হত্যার রায়
জঙ্গিবাদ দমনে আরও সক্রিয় হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর