চাঞ্চল্যকর দীপন হত্যা মামলার রায় প্রদানের এক সপ্তাহ না যেতেই ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায ঘোষিত হলো গত মঙ্গলবার। এ রায়ে নৃশংস ওই হত্যাকান্ডের দায়ে পাঁচ জঙ্গিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আরেক জঙ্গিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গি নেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ও আরাফাত রহমান ওরফে সিয়াম। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হলেন শফিউর রহমান ফারাবী। এদের মধ্যে আসামি জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। বাকি আসামিরা কারাগারে আছেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হলো জননিরাপত্তা বিঘিœত করে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ ও নিরুৎসাহ করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ না করতে পারেন। উল্লেখ্য, ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে অভিজিৎ হত্যায় যে ছয়জনকে শাস্তির রায় দেওয়া হলো তার মধ্যে আরাফাত ও ফারাবী ছাড়া অন্য সবাই দীপন হত্যায়ও জড়িত ছিলেন। দুই হত্যাকান্ডেই মূল হোতা হিসেবে ভূমিকা পালন করেছেন বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক ও জঙ্গি নেতা আকরাম হোসেন। তারা পলাতক থাকায় অভিজিতের স্বজন এবং ব্লগারদের মধ্যে আতঙ্ক থেকেই যাবে। ফলে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামসহ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শিকড় উৎপাটনে দুই পলাতক আসামিকে ধরার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সক্রিয় হবেন এমনটিই প্রত্যাশিত। মৌলবাদীদের শিখ-ী হিসেবে ব্যবহার করে রাজনৈতিক শক্তি অর্জনে লিপ্ত সব জঙ্গিগোষ্ঠীর নোখর ভাঙতেও চালাতে হবে আরও তৎরপরতা। দেশের লাল-সবুজ পতাকা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে এ বিষয়ে কোনো শিথিলতার অবকাশ থাকা উচিত নয়।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি