চাঞ্চল্যকর দীপন হত্যা মামলার রায় প্রদানের এক সপ্তাহ না যেতেই ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায ঘোষিত হলো গত মঙ্গলবার। এ রায়ে নৃশংস ওই হত্যাকান্ডের দায়ে পাঁচ জঙ্গিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আরেক জঙ্গিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদন্ড। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গি নেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ও আরাফাত রহমান ওরফে সিয়াম। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হলেন শফিউর রহমান ফারাবী। এদের মধ্যে আসামি জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। বাকি আসামিরা কারাগারে আছেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হলো জননিরাপত্তা বিঘিœত করে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ ও নিরুৎসাহ করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ না করতে পারেন। উল্লেখ্য, ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে অভিজিৎ হত্যায় যে ছয়জনকে শাস্তির রায় দেওয়া হলো তার মধ্যে আরাফাত ও ফারাবী ছাড়া অন্য সবাই দীপন হত্যায়ও জড়িত ছিলেন। দুই হত্যাকান্ডেই মূল হোতা হিসেবে ভূমিকা পালন করেছেন বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক ও জঙ্গি নেতা আকরাম হোসেন। তারা পলাতক থাকায় অভিজিতের স্বজন এবং ব্লগারদের মধ্যে আতঙ্ক থেকেই যাবে। ফলে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামসহ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শিকড় উৎপাটনে দুই পলাতক আসামিকে ধরার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সক্রিয় হবেন এমনটিই প্রত্যাশিত। মৌলবাদীদের শিখ-ী হিসেবে ব্যবহার করে রাজনৈতিক শক্তি অর্জনে লিপ্ত সব জঙ্গিগোষ্ঠীর নোখর ভাঙতেও চালাতে হবে আরও তৎরপরতা। দেশের লাল-সবুজ পতাকা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে এ বিষয়ে কোনো শিথিলতার অবকাশ থাকা উচিত নয়।
শিরোনাম
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
অভিজিৎ হত্যার রায়
জঙ্গিবাদ দমনে আরও সক্রিয় হতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর