বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের মধ্যে সড়কপথ, নৌপথ ও রেলপথের পর সেতুপথেও যোগাযোগ প্রতিষ্ঠিত হলো মঙ্গলবার। ফেনী নদীর ওপর নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ উদ্বোধনের মাধ্যমে দুই দেশের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের অযুত সম্ভাবনার দ্বারও খুলে গেছে বললে অত্যুক্তি হবে না। ত্রিপুরাসহ ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগে উভয় দেশই লাভবান হবে। দুই দেশের বাণিজ্য ব্যাপকভাবে সম্প্রসারণের সুযোগও তাতে উন্মোচিত হবে। ত্রিপুরার আগরতলায় এক অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৈত্রী সেতুর উদ্বোধন করেন। একই সঙ্গে ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তি স্থাপন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিওবার্তার মাধ্যমে ভারত ও ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ত্রিপুরা, মিজোরামসহ পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সালের ৬ জুন দুই প্রধানমন্ত্রী এ সেতুর ভিত্তি স্থাপন করেন। ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এ সেতু রামগড়ের সঙ্গে ত্রিপুরার সাবরুমকে যুক্ত করেছে। ১৫৪ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড। ভারতের মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা বিচ্ছিন্ন সাতটি রাজ্যে বাংলাদেশ থেকে পণ্য আদান-প্রদানে এ সেতু কার্যকর ভূমিকা রাখবে। চট্টগ্রাম বন্দর থেকে সেতুটির দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার হওয়ায় এ বন্দর ব্যবহারের সুযোগ পাবে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো। সেতুটি বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সাত রাজ্যের জনগণের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখবে। দৃঢ় করবে দুই দেশের বন্ধুত্ব।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু
বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর