বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের মধ্যে সড়কপথ, নৌপথ ও রেলপথের পর সেতুপথেও যোগাযোগ প্রতিষ্ঠিত হলো মঙ্গলবার। ফেনী নদীর ওপর নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ উদ্বোধনের মাধ্যমে দুই দেশের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের অযুত সম্ভাবনার দ্বারও খুলে গেছে বললে অত্যুক্তি হবে না। ত্রিপুরাসহ ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগে উভয় দেশই লাভবান হবে। দুই দেশের বাণিজ্য ব্যাপকভাবে সম্প্রসারণের সুযোগও তাতে উন্মোচিত হবে। ত্রিপুরার আগরতলায় এক অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৈত্রী সেতুর উদ্বোধন করেন। একই সঙ্গে ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তি স্থাপন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিওবার্তার মাধ্যমে ভারত ও ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ত্রিপুরা, মিজোরামসহ পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সালের ৬ জুন দুই প্রধানমন্ত্রী এ সেতুর ভিত্তি স্থাপন করেন। ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এ সেতু রামগড়ের সঙ্গে ত্রিপুরার সাবরুমকে যুক্ত করেছে। ১৫৪ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড। ভারতের মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা বিচ্ছিন্ন সাতটি রাজ্যে বাংলাদেশ থেকে পণ্য আদান-প্রদানে এ সেতু কার্যকর ভূমিকা রাখবে। চট্টগ্রাম বন্দর থেকে সেতুটির দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার হওয়ায় এ বন্দর ব্যবহারের সুযোগ পাবে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো। সেতুটি বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সাত রাজ্যের জনগণের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখবে। দৃঢ় করবে দুই দেশের বন্ধুত্ব।
শিরোনাম
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু
বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর