৪০০ বছর আগে মুঘল শাসনামলে ঢাকা সুবে বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে। তারও আগে জনপদ হিসেবে ঢাকার অস্তিত্ব থাকলেও অতটা পরিচিতি ছিল না। দীর্ঘদিন সুবে বাংলার রাজধানীর মর্যাদায় থাকার পর মুঘলদের পতনের যুগে ঢাকা থেকে রাজধানী স্থানান্তর হয় মুর্শিদাবাদে। ব্রিটিশ শাসনের শেষ দিকে পূর্ব বাংলা ও আসামকে নিয়ে গঠন করা হয় নতুন প্রদেশ। ঢাকাকে এ প্রদেশের রাজধানী করা হয়। তবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলকাতাকেন্দ্রিক তীব্র আন্দোলন দানা বেঁধে উঠলে ব্রিটিশ শাসকরা রণেভঙ্গ দেয়। ঢাকা হারায় রাজধানীর মর্যাদা। ১৯৪৭ সালে ভারত ভাগ হলে পূর্ব বাংলার রাজধানীর মর্যাদা পায় বুড়িগঙ্গা তীরের এই নগরী। এর ২৩ বছর পর ১৯৭১ সালে বাঙালির জাতিরাষ্ট্র বাংলাদেশের রাজধানীর মর্যাদা লাভ করে ঢাকা। ৫০ বছরের ব্যবধানে ঢাকা জনসংখ্যার দিক থেকে বিশ্বের মেগা সিটিগুলোর একটি। দেড় কোটি জনসংখ্যা অধ্যুষিত এ মেগা সিটি ইতিমধ্যে দুনিয়ার অন্যতম যানজটের নগরী হিসেবে বদনাম কিনেছে। বায়ুদূষণের নগরী হিসেবে ঢাকার অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে দীর্ঘদিন ধরে। দুনিয়ার মেগা সিটিগুলোর মধ্যে অব্যবস্থাপনার দিক থেকে সম্ভবত ঢাকার অবস্থান শীর্ষে। এ মহানগরীতে সারা বছর ধরে চলে রাস্তা খোঁড়াখুঁড়ি। সমন্বয়হীন উন্নয়নকাজের বদৌলতে জনদুর্ভোগই শুধু বাড়ছে। ঢাকাকে একসময় বলা হতো মাছি-মশার নগরী। কালের বিবর্তনে এখন মাছির দেখা তেমন না মিললেও মশা নগরবাসীর স্বস্তি কেড়ে নিয়েছে। ঢাকার রাজপথে গণপরিবহনের যাচ্ছেতাই অবস্থা কোনো উন্নয়নশীল দেশের জন্য শোভনীয় নয়। দেড় কোটি মানুষের নগরীতে সুপেয় পানির সংকট যেমন আছে তেমন রয়েছে নিরাপদ খাদ্যের অভাব। সাংস্কৃতিক ও বিনোদনের দিক থেকে রয়েছে ঘোরতর শূন্যতা। এ সংকট থেকে বেরোতে না পারলে ঢাকা বসবাসের অযোগ্য নগরীর বদনাম ঘোচাতে পারবে না। এ অবস্থার অবসানে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার নিচে আনতে হবে। যানজট ও বায়ুদূষণের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সক্রিয় হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ