৪০০ বছর আগে মুঘল শাসনামলে ঢাকা সুবে বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে। তারও আগে জনপদ হিসেবে ঢাকার অস্তিত্ব থাকলেও অতটা পরিচিতি ছিল না। দীর্ঘদিন সুবে বাংলার রাজধানীর মর্যাদায় থাকার পর মুঘলদের পতনের যুগে ঢাকা থেকে রাজধানী স্থানান্তর হয় মুর্শিদাবাদে। ব্রিটিশ শাসনের শেষ দিকে পূর্ব বাংলা ও আসামকে নিয়ে গঠন করা হয় নতুন প্রদেশ। ঢাকাকে এ প্রদেশের রাজধানী করা হয়। তবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলকাতাকেন্দ্রিক তীব্র আন্দোলন দানা বেঁধে উঠলে ব্রিটিশ শাসকরা রণেভঙ্গ দেয়। ঢাকা হারায় রাজধানীর মর্যাদা। ১৯৪৭ সালে ভারত ভাগ হলে পূর্ব বাংলার রাজধানীর মর্যাদা পায় বুড়িগঙ্গা তীরের এই নগরী। এর ২৩ বছর পর ১৯৭১ সালে বাঙালির জাতিরাষ্ট্র বাংলাদেশের রাজধানীর মর্যাদা লাভ করে ঢাকা। ৫০ বছরের ব্যবধানে ঢাকা জনসংখ্যার দিক থেকে বিশ্বের মেগা সিটিগুলোর একটি। দেড় কোটি জনসংখ্যা অধ্যুষিত এ মেগা সিটি ইতিমধ্যে দুনিয়ার অন্যতম যানজটের নগরী হিসেবে বদনাম কিনেছে। বায়ুদূষণের নগরী হিসেবে ঢাকার অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে দীর্ঘদিন ধরে। দুনিয়ার মেগা সিটিগুলোর মধ্যে অব্যবস্থাপনার দিক থেকে সম্ভবত ঢাকার অবস্থান শীর্ষে। এ মহানগরীতে সারা বছর ধরে চলে রাস্তা খোঁড়াখুঁড়ি। সমন্বয়হীন উন্নয়নকাজের বদৌলতে জনদুর্ভোগই শুধু বাড়ছে। ঢাকাকে একসময় বলা হতো মাছি-মশার নগরী। কালের বিবর্তনে এখন মাছির দেখা তেমন না মিললেও মশা নগরবাসীর স্বস্তি কেড়ে নিয়েছে। ঢাকার রাজপথে গণপরিবহনের যাচ্ছেতাই অবস্থা কোনো উন্নয়নশীল দেশের জন্য শোভনীয় নয়। দেড় কোটি মানুষের নগরীতে সুপেয় পানির সংকট যেমন আছে তেমন রয়েছে নিরাপদ খাদ্যের অভাব। সাংস্কৃতিক ও বিনোদনের দিক থেকে রয়েছে ঘোরতর শূন্যতা। এ সংকট থেকে বেরোতে না পারলে ঢাকা বসবাসের অযোগ্য নগরীর বদনাম ঘোচাতে পারবে না। এ অবস্থার অবসানে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার নিচে আনতে হবে। যানজট ও বায়ুদূষণের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সক্রিয় হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু