বাংলাদেশের আয়তন বাড়ছে। নোয়াখালীর হাতিয়া উপকূলে জেগে উঠছে বিশাল চর। গড়ে প্রতি বছর জাগছে ৭০ হাজার হেক্টর জমি। এক দশকের মধ্যে হাতিয়া উপজেলার আয়তন দাঁড়াবে বড় আকারের কোনো জেলার সমান। উজান থেকে নদীর স্রোতে ভেসে আসা পলি ও বালুমাটি জমে নোয়াখালীর সাগর প্রান্তে চর গড়ে উঠছে। ইতিমধ্যে এ এলাকায় জেগে উঠেছে স্বর্ণদ্বীপ, নিঝুমদ্বীপ, ভাসান চরসহ অনেক দ্বীপ বা চর। নিঝুমদ্বীপে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে ম্যানগ্রোভ বা বাদাবন। সুন্দরবনের পরই এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাদাবন হিসেবে পরিচিতি লাভ করেছে। এ দ্বীপে গড়ে উঠেছে ৭০ থেকে ৭৫ হাজার মানুষের বসবাস। ঢাল চর, নলের চর, মৌলভির চরসহ আরও কয়েকটি দ্বীপেও গড়ে উঠেছে জনবসতি। সংলগ্ন এলাকাগুলোয় আরও ৩০-৪০টি ডুবোচর রয়েছে, যেগুলোয় চলছে বাদাবন সৃষ্টির প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতে নিঝুমদ্বীপ থেকে মুক্তারিয়া ঘাটসহ কয়েকটি স্থানে ক্রস ড্যাম আর প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হলে আগামী কয়েক বছরের মধ্যে ওই এলাকার আয়তন দাঁড়াবে প্রায় ১৫ হাজার বর্গমাইল। গত তিন দশকে জেগে ওঠা নতুন চরে তিনটি ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি কমপক্ষে আরও ৮-১০টি ইউনিয়নের সমপরিমাণ আয়তনের ভূমি জেগেছে। হাতিয়ার হরণি ও চানন্দী ইউনিয়নের সীমানা পেরিয়ে পূর্ব-দক্ষিণে বিশাল ভূমি এখন স্বর্ণদ্বীপ হিসেবে পরিচিত। স্বর্ণদ্বীপের আয়তন একটি উপজেলার আয়তনের প্রায় সমান। স্বর্ণদ্বীপের ১৫ কিলোমিটার মেঘনা পেরিয়ে দক্ষিণে ভাসানচরের অবস্থান। অবকাঠামো নির্মাণ শেষে ভাসানচরে রোহিঙ্গারা বসবাস করছে। ভাসানচরের আয়তন প্রায় ২৫০ বর্গ কিলোমিটার। এ চরের দেড় কিলোমিটার দক্ষিণে ১০০ বর্গ কিলোমিটার আয়তনের গাঙ্গুরিয়ার চরের অবস্থান। ধারে-কাছের জলসীমায়ও বিপুলসংখ্যক ডুবোচরের অস্তিত্ব রয়েছে। ক্রস ড্যামসহ প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হলে সাগর প্রান্ত থেকে ভূমি উদ্ধার প্রক্রিয়া জোরদার হবে। উদ্ধারকৃত চরে জনবসতি গড়ার বদলে বনায়নসহ ভূমি উন্নয়ন ও পরবর্তীতে অর্থনৈতিক জোন গড়ে তুলে শিল্প স্থাপন করলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ