বাংলাদেশের আয়তন বাড়ছে। নোয়াখালীর হাতিয়া উপকূলে জেগে উঠছে বিশাল চর। গড়ে প্রতি বছর জাগছে ৭০ হাজার হেক্টর জমি। এক দশকের মধ্যে হাতিয়া উপজেলার আয়তন দাঁড়াবে বড় আকারের কোনো জেলার সমান। উজান থেকে নদীর স্রোতে ভেসে আসা পলি ও বালুমাটি জমে নোয়াখালীর সাগর প্রান্তে চর গড়ে উঠছে। ইতিমধ্যে এ এলাকায় জেগে উঠেছে স্বর্ণদ্বীপ, নিঝুমদ্বীপ, ভাসান চরসহ অনেক দ্বীপ বা চর। নিঝুমদ্বীপে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে ম্যানগ্রোভ বা বাদাবন। সুন্দরবনের পরই এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাদাবন হিসেবে পরিচিতি লাভ করেছে। এ দ্বীপে গড়ে উঠেছে ৭০ থেকে ৭৫ হাজার মানুষের বসবাস। ঢাল চর, নলের চর, মৌলভির চরসহ আরও কয়েকটি দ্বীপেও গড়ে উঠেছে জনবসতি। সংলগ্ন এলাকাগুলোয় আরও ৩০-৪০টি ডুবোচর রয়েছে, যেগুলোয় চলছে বাদাবন সৃষ্টির প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতে নিঝুমদ্বীপ থেকে মুক্তারিয়া ঘাটসহ কয়েকটি স্থানে ক্রস ড্যাম আর প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হলে আগামী কয়েক বছরের মধ্যে ওই এলাকার আয়তন দাঁড়াবে প্রায় ১৫ হাজার বর্গমাইল। গত তিন দশকে জেগে ওঠা নতুন চরে তিনটি ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি কমপক্ষে আরও ৮-১০টি ইউনিয়নের সমপরিমাণ আয়তনের ভূমি জেগেছে। হাতিয়ার হরণি ও চানন্দী ইউনিয়নের সীমানা পেরিয়ে পূর্ব-দক্ষিণে বিশাল ভূমি এখন স্বর্ণদ্বীপ হিসেবে পরিচিত। স্বর্ণদ্বীপের আয়তন একটি উপজেলার আয়তনের প্রায় সমান। স্বর্ণদ্বীপের ১৫ কিলোমিটার মেঘনা পেরিয়ে দক্ষিণে ভাসানচরের অবস্থান। অবকাঠামো নির্মাণ শেষে ভাসানচরে রোহিঙ্গারা বসবাস করছে। ভাসানচরের আয়তন প্রায় ২৫০ বর্গ কিলোমিটার। এ চরের দেড় কিলোমিটার দক্ষিণে ১০০ বর্গ কিলোমিটার আয়তনের গাঙ্গুরিয়ার চরের অবস্থান। ধারে-কাছের জলসীমায়ও বিপুলসংখ্যক ডুবোচরের অস্তিত্ব রয়েছে। ক্রস ড্যামসহ প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হলে সাগর প্রান্ত থেকে ভূমি উদ্ধার প্রক্রিয়া জোরদার হবে। উদ্ধারকৃত চরে জনবসতি গড়ার বদলে বনায়নসহ ভূমি উন্নয়ন ও পরবর্তীতে অর্থনৈতিক জোন গড়ে তুলে শিল্প স্থাপন করলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
বাড়ছে দেশের আয়তন
বনায়ন ও শিল্পাঞ্চল গড়ে তুলুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর