বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মাত্রা দান করেছে। করোনাকালে দুনিয়ার সব রাষ্ট্রনেতা যখন বিদেশ সফর থেকে বিরত থাকছেন তখন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী হাজির হয়েছেন সুবর্ণজয়ন্তীর উৎসবে। দুই দিনের বাংলাদেশ সফরে এসে স্মৃতিচারণা করে বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনিও অংশ নিয়েছিলেন। স্বাধীনতার সমর্থনে সত্যাগ্রহ করে গ্রেফতার এবং কারাভোগও করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১৩০ কোটির বেশি ভারতীয় ভাইবোনের শুভেচ্ছা নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারতের প্রতিটি কোনা থেকে, প্রতিটি দল থেকে সমর্থন মিলেছিল। এ বিষয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রয়াস ও মাহাত্ম্যপূর্ণ ভূমিকা সর্বজনবিদিত। ওই সময়ে একাত্তরের ৬ ডিসেম্বর অটল বিহারি বাজপেয়ি বলেছিলেন, আমরা কেবল মুক্তিসংগ্রামে আত্মোৎসর্গকারীদের সঙ্গে লড়াই করছি, সেই সঙ্গে আমরা ইতিহাসকে একটি নতুন দিশা দেওয়ার প্রচেষ্টাও করছি। আজ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারাও নিজেদের রক্ত বিসর্জন দিচ্ছে। এ রক্ত একটি নতুন বন্ধন সৃষ্টি করবে যা কোনো অবস্থাতেই ভাঙবে না, কোনো কূটনীতিরও শিকার হবে না। একই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত শুধু আমাদের নিকটতম প্রতিবেশী বন্ধুরাষ্ট্রই নয়, তাদের সঙ্গে আমাদের রয়েছে ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্যগত এবং ভৌগোলিক সেতুবন্ধ। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে ভারতের সরকার এবং সে দেশের জনগণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা মুক্তিবাহিনীর পাশাপাশি পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মিত্রবাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্য শহীদ হয়েছেন। দুই বন্ধুদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশ ও ভারতের মেলবন্ধনের বাস্তবতাই তুলে ধরেছে। রক্তের রাখিতে আবদ্ধ এ মৈত্রী দুই দেশের দেড় শ কোটি মানুষের কল্যাণ নিশ্চিত করবে।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
বাংলাদেশ-ভারত সম্পর্ক
দেড় শ কোটি মানুষের কল্যাণের অনুষঙ্গ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর