আজকের যুগ তথ্যপ্রযুক্তির। একবিংশ শতাব্দীতে কোন জাতি কতটুকু এগিয়ে থাকবে তা অনেকাংশে তথ্যপ্রযুক্তিতে সংশ্লিষ্ট জাতির অগ্রসরতার ওপর অনেকাংশে নির্ভরশীল। তথ্যপ্রযুক্তির দৌড়ে বাংলাদেশ শামিল হয়েছে অন্যান্য জাতির চেয়ে বেশ কিছুটা দেরিতে। নব্বইয়ের দশকে বিনামূল্যে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের মেধাহীন সিদ্ধান্তে সে সুযোগ প্রত্যাখ্যাত হয়। পরে জনগণের ট্যাক্সের টাকায় সাবমেরিন ক্যাবল বসানো হয়। বাংলাদেশ যুক্ত হয় তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে। গত এক যুগে তথ্যপ্রযুক্তিতে দৃষ্টিকাড়া সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। মহাকাশে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। দেশের বেসরকারি টেলিভিশনগুলো নিজ দেশের বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে চালাচ্ছে নিজেদের সম্প্রচার কার্যক্রম। বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ চলছে দেশি স্যাটেলাইটের মাধ্যমে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট রাষ্ট্রীয় কোষাগারের টাকা বাঁচিয়ে এখন আয়ও করছে। গ্লোবাল সফটওয়্যার ও অ্যাপ মার্কেটেও বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। চলতি বছরের মধ্যে এ খাত থেকে প্রায় ৫০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের ব্যাংকিং-ব্যবস্থার ধরন পাল্টে দিয়েছে অনলাইন ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং-সেবা ব্যাংককে নিয়ে গেছে ঘরে ঘরে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ সাইটে নিজেদের পেজ তৈরি করে ব্যবসা চালাচ্ছেন তরুণ প্রজন্মের লাখ লাখ উদ্যোক্তা। দ্রুতগতির ইন্টারনেটের সুবিধায় বড় বাজার তৈরি করেছে ই-কমার্স খাতও। অন্যদিকে দাফতরিক কাজেও ডিজিটাল বাংলাদেশের সুযোগ-সুবিধা ভোগ করছেন নাগরিকরা। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, জমির পর্চাসহ অনেক সেবা এখন মিলছে অনলাইনে। তবে এ সাফল্যে আত্মপ্রসাদে ভোগার কোনো সুযোগ নেই। এ খাতে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে এগিয়ে যেতে হবে। তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলে আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করতে হবে। এর ফলে লাখ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান যেমন হবে তেমন দেশ অর্জন করবে বিপুল বৈদেশিক মুদ্রা।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
তথ্যপ্রযুক্তির সাফল্য
কর্মসংস্থানে রাখছে ইতিবাচক ভূমিকা
প্রিন্ট ভার্সন
