ঈদ উৎসব যতই এগিয়ে আসছে তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ছিনতাই ও চাঁদাবাজি। সরাসরি অস্ত্র ঠেকিয়ে তো বটেই, এর বাইরেও অভিনব পদ্ধতিতে ছিনতাই-রাহাজানি চলছে। ঢাকার বিভিন্ন স্থানে কমপক্ষে ৩৫৮টি ছিনতাই স্পট রয়েছে। প্রতি ঈদের আগে এসব এলাকায় ছিনতাই বেড়ে যায়। এর পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি তৎপর রয়েছে বিভিন্ন এলাকায়। সাধারণত বাস, লঞ্চ ও রেলস্টেশনকেন্দ্রিক এলাকায় এসব অপরাধীর বিচরণ বেশি। ঈদে বিপুল কেনাকাটার পাশাপাশি যানবাহনে চলাচল অনেক বেড়ে যাওয়ায় সড়ক ও জনপরিসরে নিরাপত্তার প্রয়োজন হয়ে পড়েছে। যদিও করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে চলমান লকডাউন পরিস্থিতি পর্যালোচনা সভায় ঈদুল ফিতরের সময় আন্তজেলা গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় এক জেলা থেকে আরেক জেলায় বাস চলবে না। বিপণিবিতানগুলোয় যদি স্বাস্থ্যবিধি মানা না হয় তবে দু-এক দিন দেখে তা বন্ধ করে দেওয়া হবে। তার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে শঙ্কা রয়ে গেছে। অন্যদিকে করোনার কারণে সাধারণ কর্মজীবী, শ্রমজীবী মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। অনেক মানুষই কর্মহীন হয়ে যাওয়ায় রাস্তায় হাত পাততে বাধ্য হচ্ছে। এর অনেকেই নানা অপরাধে জড়িয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পনার মধ্যে এ বিষয়টি রাখতে হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার ছায়াতদন্ত করে গোয়েন্দা পুলিশ। সাম্প্রতিক কয়েকটি ঘটনার কারণে নজরদারি আরও বাড়ানো হয়েছে। তারা পরামর্শ দিয়েছেন, বড় ধরনের আর্থিক ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে নগরবাসী যেন পুলিশের সহযোগিতা নেন। সারা দেশে উঠতি কিশোর গ্যাংয়ের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তারা খুনসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে আন্তরিক হলে মানুষের কাছে ঈদ আনন্দময় হবে। আর দেশবাসীর অভিভাবক হিসেবে সরকারকে সে অধিকার সুরক্ষা করতেই হবে।
শিরোনাম
- বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
- নবীনগরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- মানিকগঞ্জে অবশেষে ধরা পড়লো বিশাল আকৃতির সেই কুমির
- আইসিসিবিতে চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী
- শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
- ডায়াবেটিস-হৃদ্রোগীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হতে পারে মার্কিন ভিসা
- ক্লিনিক্যাল বর্জ্যে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রংপুর নগরবাসী
- বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র
- চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের
- অস্ট্রেলিয়ার কাছে বড় হারে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা
- গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল ২৮২০ কৃষক
- লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল
- ঢাকার আকাশ সন্ধ্যা পর্যন্ত মেঘলা থাকতে পারে
- বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনায় ম্যাঁখাে
- বগুড়ায় জমজমাট নির্বাচনি প্রচারণা
- ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা
ঈদ মৌসুমে ছিনতাই-চাঁদাবাজি
উৎকণ্ঠামুক্ত উদ্যাপন নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর