বাসস্থান মানুষের একটি মৌলিক অধিকার। দেশের স্বাধিকার আন্দোলনে অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো নাগরিক যাতে গৃহহীন না থাকে সে প্রত্যাশা পূরণে আজীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধুকন্যার ঘোষিত কর্মসূচিতেও এ বিষয়টি প্রাধান্য পেয়েছে। সন্দেহ নেই এ উদ্দেশ্য সামনে রেখেই প্রণীত হয়েছে প্রস্তাবিত ড্যাপ (২০১৬-২০৩৫) ও ইমারত নির্মাণ বিধিমালা, ২০২১-এর খসড়া। কিন্তু এ দুই ক্ষেত্রে শিব গড়তে গিয়ে বানর গড়ার ভ্রান্তি যাতে না হয় তা নিশ্চিতকরণের দাবি উঠেছে। ড্যাপ ও ইমারত বিধিমালা চূড়ান্ত অনুমোদনের আগে তা নগর পরিকল্পনাবিদ, স্থপতি, বিশেষজ্ঞ পেশাজীবী ও স্টেকহোল্ডারদের বাস্তবসম্মত মতামতের ভিত্তিতে সংশোধনের দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংগঠনটির আশঙ্কা, সংশোধন ছাড়া প্রস্তাবিত ড্যাপ ও নির্মাণ বিধিমালা অনুমোদন হলে ফ্ল্যাটের মূল্য ৫০ শতাংশ বেড়ে যাবে, যা সাধারণ মানুষের আবাসন সমস্যাকে আরও ঘনীভূত করবে। আবাসন খাত ও এর সঙ্গে জড়িত ২৬৯টি উপখাত ধ্বংসের মুখে পড়বে। ঝুঁকিতে পড়বে এ শিল্পের সঙ্গে জড়িত ৪০ লাখ শ্রমিক ও তাদের ওপর নির্ভরশীলদের রুটি-রুজি। ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ অনুযায়ী ২০ ফুট রাস্তার পাশে ৫ কাঠা জমিতে ১৩ হাজার ৫০০ বর্গফুট আয়তনের গ্রাউন্ড ফ্লোরসহ আট তলা ভবনের অনুমতি পাওয়া যেত। প্রস্তাবিত বিধিমালায় পাঁচ তলা ফ্লোরবিশিষ্ট ৯ হাজার বর্গফুটের ভবন নির্মাণের অনুমতি পাওয়া যাবে। রাস্তা ২০ ফুটের কম হলে ভবনের উচ্চতা তিন-চার তলার বেশি হবে না। প্রস্তাবিত ড্যাপ ও খসড়া ইমারত বিধিমালার পক্ষে অনেক যুক্তি থাকলেও দেশে ভবন নির্মাণের ভূমির অপ্রতুলতার বিষয়টি মনে রাখা হয়নি। প্রস্তাবিত ড্যাপ ও ইমারত বিধিমালার বাস্তবতাবিবর্জিত বিধানগুলো সংশোধন না হলে আবাসন চাহিদা পূরণে সংকট সৃষ্টি হবে। অর্থনীতির জন্যও তা বিড়ম্বনা ডেকে আনবে; যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।
শিরোনাম
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
ইমারত বিধিমালা
বাস্তবসম্মত করার উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর