বাসস্থান মানুষের একটি মৌলিক অধিকার। দেশের স্বাধিকার আন্দোলনে অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো নাগরিক যাতে গৃহহীন না থাকে সে প্রত্যাশা পূরণে আজীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধুকন্যার ঘোষিত কর্মসূচিতেও এ বিষয়টি প্রাধান্য পেয়েছে। সন্দেহ নেই এ উদ্দেশ্য সামনে রেখেই প্রণীত হয়েছে প্রস্তাবিত ড্যাপ (২০১৬-২০৩৫) ও ইমারত নির্মাণ বিধিমালা, ২০২১-এর খসড়া। কিন্তু এ দুই ক্ষেত্রে শিব গড়তে গিয়ে বানর গড়ার ভ্রান্তি যাতে না হয় তা নিশ্চিতকরণের দাবি উঠেছে। ড্যাপ ও ইমারত বিধিমালা চূড়ান্ত অনুমোদনের আগে তা নগর পরিকল্পনাবিদ, স্থপতি, বিশেষজ্ঞ পেশাজীবী ও স্টেকহোল্ডারদের বাস্তবসম্মত মতামতের ভিত্তিতে সংশোধনের দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংগঠনটির আশঙ্কা, সংশোধন ছাড়া প্রস্তাবিত ড্যাপ ও নির্মাণ বিধিমালা অনুমোদন হলে ফ্ল্যাটের মূল্য ৫০ শতাংশ বেড়ে যাবে, যা সাধারণ মানুষের আবাসন সমস্যাকে আরও ঘনীভূত করবে। আবাসন খাত ও এর সঙ্গে জড়িত ২৬৯টি উপখাত ধ্বংসের মুখে পড়বে। ঝুঁকিতে পড়বে এ শিল্পের সঙ্গে জড়িত ৪০ লাখ শ্রমিক ও তাদের ওপর নির্ভরশীলদের রুটি-রুজি। ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ অনুযায়ী ২০ ফুট রাস্তার পাশে ৫ কাঠা জমিতে ১৩ হাজার ৫০০ বর্গফুট আয়তনের গ্রাউন্ড ফ্লোরসহ আট তলা ভবনের অনুমতি পাওয়া যেত। প্রস্তাবিত বিধিমালায় পাঁচ তলা ফ্লোরবিশিষ্ট ৯ হাজার বর্গফুটের ভবন নির্মাণের অনুমতি পাওয়া যাবে। রাস্তা ২০ ফুটের কম হলে ভবনের উচ্চতা তিন-চার তলার বেশি হবে না। প্রস্তাবিত ড্যাপ ও খসড়া ইমারত বিধিমালার পক্ষে অনেক যুক্তি থাকলেও দেশে ভবন নির্মাণের ভূমির অপ্রতুলতার বিষয়টি মনে রাখা হয়নি। প্রস্তাবিত ড্যাপ ও ইমারত বিধিমালার বাস্তবতাবিবর্জিত বিধানগুলো সংশোধন না হলে আবাসন চাহিদা পূরণে সংকট সৃষ্টি হবে। অর্থনীতির জন্যও তা বিড়ম্বনা ডেকে আনবে; যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।
শিরোনাম
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক