দেশে করোনাভাইরাসের নতুন ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ বইছে। সংক্রমণ যাচাইয়ে মানুষের আগ্রহ কম থাকায় বেশির ভাগ মানুষ আক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের তালিকা হিসাবে আসছে না। সান্ত্বনা এতটুকু, করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সিংহভাগই খুব একটা শারীরিক কষ্টে ভুগছেন না। মৃত্যুর হারও সীমিত। তার পরও সরকারের পক্ষ থেকে বিপদ এড়াতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকার বুস্টার ডোজ আগে দেওয়ার সিদ্ধান্ত ছিল ষাটোর্ধ্বদের, এখন পঞ্চাশোর্ধ্বরা তা পাবেন। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, দেশজুড়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্তের ঘটনা। আবহাওয়ার পারদ নামতেই ঠান্ডাজ্বর, গলাব্যথা, মাথাব্যথায় আক্রান্তের হার বেড়েছে। এ ধরনের রোগীর করোনা টেস্ট করালে বেশির ভাগেরই পজিটিভ আসছে। কিন্তু অনীহার কারণে টেস্ট করাতে যাচ্ছে না অধিকাংশ মানুষ। উপসর্গ থাকলেও শনাক্ত না হওয়ায় করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। রাজধানীসহ সারা দেশে ৮৫৫টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবরেটরিতে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। বর্তমানে করোনার সংক্রমণ বাড়লেও নমুনা পরীক্ষা করাতে যাওয়া আগ্রহী লোকের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় কম দেখা যাচ্ছে। কোনো কোনো জেলায় নমুনা কম সংগ্রহ হচ্ছে। ৬০ বছরের বেশি বয়সীর মধ্যেই করোনায় আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে। করোনার নতুন ধরন অপেক্ষাকৃত কম বিপজ্জনক হলেও এটি যে ভয়াল রূপে আবির্ভূত হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন জরুরি তেমন উপসর্গ থাকলেই করোনার টেস্ট করা উচিত। সর্দি- কাশি-জ্বরে আক্রান্তদের উচিত অন্যদের থেকে দূরে থাকা। হাটবাজার এবং ধর্মীয় উপাসনাগারগুলোয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালিত হলে সংক্রমণ অনেকাংশে রোধ করা যাবে। মানুষের জীবন ও অর্থনীতির জন্য করোনা নামের মহামারি যে হুমকি সৃষ্টি করছে তা সামাল দিতে সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
পঞ্চাশোর্র্ধ্বদের বুস্টার ডোজ
স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও কঠোর হতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর