দেশে করোনাভাইরাসের নতুন ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ বইছে। সংক্রমণ যাচাইয়ে মানুষের আগ্রহ কম থাকায় বেশির ভাগ মানুষ আক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের তালিকা হিসাবে আসছে না। সান্ত্বনা এতটুকু, করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সিংহভাগই খুব একটা শারীরিক কষ্টে ভুগছেন না। মৃত্যুর হারও সীমিত। তার পরও সরকারের পক্ষ থেকে বিপদ এড়াতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকার বুস্টার ডোজ আগে দেওয়ার সিদ্ধান্ত ছিল ষাটোর্ধ্বদের, এখন পঞ্চাশোর্ধ্বরা তা পাবেন। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, দেশজুড়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্তের ঘটনা। আবহাওয়ার পারদ নামতেই ঠান্ডাজ্বর, গলাব্যথা, মাথাব্যথায় আক্রান্তের হার বেড়েছে। এ ধরনের রোগীর করোনা টেস্ট করালে বেশির ভাগেরই পজিটিভ আসছে। কিন্তু অনীহার কারণে টেস্ট করাতে যাচ্ছে না অধিকাংশ মানুষ। উপসর্গ থাকলেও শনাক্ত না হওয়ায় করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। রাজধানীসহ সারা দেশে ৮৫৫টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবরেটরিতে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। বর্তমানে করোনার সংক্রমণ বাড়লেও নমুনা পরীক্ষা করাতে যাওয়া আগ্রহী লোকের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় কম দেখা যাচ্ছে। কোনো কোনো জেলায় নমুনা কম সংগ্রহ হচ্ছে। ৬০ বছরের বেশি বয়সীর মধ্যেই করোনায় আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে। করোনার নতুন ধরন অপেক্ষাকৃত কম বিপজ্জনক হলেও এটি যে ভয়াল রূপে আবির্ভূত হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন জরুরি তেমন উপসর্গ থাকলেই করোনার টেস্ট করা উচিত। সর্দি- কাশি-জ্বরে আক্রান্তদের উচিত অন্যদের থেকে দূরে থাকা। হাটবাজার এবং ধর্মীয় উপাসনাগারগুলোয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালিত হলে সংক্রমণ অনেকাংশে রোধ করা যাবে। মানুষের জীবন ও অর্থনীতির জন্য করোনা নামের মহামারি যে হুমকি সৃষ্টি করছে তা সামাল দিতে সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
পঞ্চাশোর্র্ধ্বদের বুস্টার ডোজ
স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও কঠোর হতে হবে
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর