দেশে করোনাভাইরাসের নতুন ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ বইছে। সংক্রমণ যাচাইয়ে মানুষের আগ্রহ কম থাকায় বেশির ভাগ মানুষ আক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের তালিকা হিসাবে আসছে না। সান্ত্বনা এতটুকু, করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সিংহভাগই খুব একটা শারীরিক কষ্টে ভুগছেন না। মৃত্যুর হারও সীমিত। তার পরও সরকারের পক্ষ থেকে বিপদ এড়াতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকার বুস্টার ডোজ আগে দেওয়ার সিদ্ধান্ত ছিল ষাটোর্ধ্বদের, এখন পঞ্চাশোর্ধ্বরা তা পাবেন। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, দেশজুড়ে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্তের ঘটনা। আবহাওয়ার পারদ নামতেই ঠান্ডাজ্বর, গলাব্যথা, মাথাব্যথায় আক্রান্তের হার বেড়েছে। এ ধরনের রোগীর করোনা টেস্ট করালে বেশির ভাগেরই পজিটিভ আসছে। কিন্তু অনীহার কারণে টেস্ট করাতে যাচ্ছে না অধিকাংশ মানুষ। উপসর্গ থাকলেও শনাক্ত না হওয়ায় করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। রাজধানীসহ সারা দেশে ৮৫৫টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবরেটরিতে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। বর্তমানে করোনার সংক্রমণ বাড়লেও নমুনা পরীক্ষা করাতে যাওয়া আগ্রহী লোকের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় কম দেখা যাচ্ছে। কোনো কোনো জেলায় নমুনা কম সংগ্রহ হচ্ছে। ৬০ বছরের বেশি বয়সীর মধ্যেই করোনায় আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে। করোনার নতুন ধরন অপেক্ষাকৃত কম বিপজ্জনক হলেও এটি যে ভয়াল রূপে আবির্ভূত হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন জরুরি তেমন উপসর্গ থাকলেই করোনার টেস্ট করা উচিত। সর্দি- কাশি-জ্বরে আক্রান্তদের উচিত অন্যদের থেকে দূরে থাকা। হাটবাজার এবং ধর্মীয় উপাসনাগারগুলোয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালিত হলে সংক্রমণ অনেকাংশে রোধ করা যাবে। মানুষের জীবন ও অর্থনীতির জন্য করোনা নামের মহামারি যে হুমকি সৃষ্টি করছে তা সামাল দিতে সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু