রাজধানী ঢাকা অচল নগরীর শিরোপা অর্জনের জন্য লড়ছে বললেও খুব বেশি বাড়িয়ে বলা হবে না। দেড় কোটি মানুষের এ মহানগরীর সড়কে বেরোলেই ভয়াবহ যানজটের শিকার হতে হয়। যেখানে সেখানে বাজার ও শপিং মল ঢাকার অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর আবাসিক এলাকাগুলো বৈশিষ্ট্য হারিয়ে বাণিজ্যিক এলাকায় পরিণত হচ্ছে। যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তূপ সব সম্ভবের এই নগরীতে। রাজধানীতে প্রয়োজনের তুলনায় সড়ক কম। সেই সড়কের বড় অংশও থাকে অপদখলে। হাঁটার পথে সাজিয়ে রাখা হয় পসরা। রাজধানীর জলাশয়গুলোর অবস্থা তথৈবচ। অস্তিত্ব হারাতে বসেছে রাজধানীর চারটি নদ-নদী দখল ও দূষণে। লেক-খালগুলোও অস্তিত্ব সংকটে ভুগছে। রাজধানীর উন্নয়নে নানা প্রকল্প হাতে নেওয়া হলেও সবকিছু করা হচ্ছে যেনতেনভাবে। বিশেষজ্ঞদের মতে ঢাকা মহানগরী ঐতিহ্যগতভাবে একটি অপরিকল্পিত নগরী। ঢাকার উন্নয়নে নানা সময় বিভিন্ন সরকার অপরিকল্পিত নীতি গ্রহণ করেছে, যার ফলে ঢাকা শহরে মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশই নেই। ঢাকার রাজপথে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে বিশাল অঙ্কের টাকা খরচ করে। সে সিগন্যাল কাজ করে না। পুলিশ হাত তুলে যান নিয়ন্ত্রণ করে। ঢাকায় অপরিকল্পিত নগরায়ণ ও অব্যবস্থাপনা থামাতে আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে কারণ এ নগরীর জনঘনত্ব অনেক। ঢাকায় রাস্তার তুলনায় গাড়ি বেশি। এসব বিষয়ে বহু আগে থেকেই পরিকল্পনা করতে হয়। তা কখনো হয়নি। এ অবস্থা থেকে মুক্তি পেতে ঢাকার পরিসর বাড়াতে ও জনঘনত্ব কমাতে হবে। যোগাযোগব্যবস্থাও ভালো করতে হবে। রাজধানীকে বসবাসের উপযোগী করতে হলে এখান থেকে শিল্পকারখানা দূরে সরাতে হবে। অবসান ঘটাতে হবে সবকিছু ঢাকাকেন্দ্রিক প্রবণতার। ঢাকার উন্নয়নে আমলা নয়, নগর বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের মতামতের গুরুত্ব থাকা উচিত। বিশেষ করে যানজট রোধে অগ্রাধিকার দেওয়া জরুরি।
শিরোনাম
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া