রাজধানী ঢাকা অচল নগরীর শিরোপা অর্জনের জন্য লড়ছে বললেও খুব বেশি বাড়িয়ে বলা হবে না। দেড় কোটি মানুষের এ মহানগরীর সড়কে বেরোলেই ভয়াবহ যানজটের শিকার হতে হয়। যেখানে সেখানে বাজার ও শপিং মল ঢাকার অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর আবাসিক এলাকাগুলো বৈশিষ্ট্য হারিয়ে বাণিজ্যিক এলাকায় পরিণত হচ্ছে। যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তূপ সব সম্ভবের এই নগরীতে। রাজধানীতে প্রয়োজনের তুলনায় সড়ক কম। সেই সড়কের বড় অংশও থাকে অপদখলে। হাঁটার পথে সাজিয়ে রাখা হয় পসরা। রাজধানীর জলাশয়গুলোর অবস্থা তথৈবচ। অস্তিত্ব হারাতে বসেছে রাজধানীর চারটি নদ-নদী দখল ও দূষণে। লেক-খালগুলোও অস্তিত্ব সংকটে ভুগছে। রাজধানীর উন্নয়নে নানা প্রকল্প হাতে নেওয়া হলেও সবকিছু করা হচ্ছে যেনতেনভাবে। বিশেষজ্ঞদের মতে ঢাকা মহানগরী ঐতিহ্যগতভাবে একটি অপরিকল্পিত নগরী। ঢাকার উন্নয়নে নানা সময় বিভিন্ন সরকার অপরিকল্পিত নীতি গ্রহণ করেছে, যার ফলে ঢাকা শহরে মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশই নেই। ঢাকার রাজপথে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে বিশাল অঙ্কের টাকা খরচ করে। সে সিগন্যাল কাজ করে না। পুলিশ হাত তুলে যান নিয়ন্ত্রণ করে। ঢাকায় অপরিকল্পিত নগরায়ণ ও অব্যবস্থাপনা থামাতে আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে কারণ এ নগরীর জনঘনত্ব অনেক। ঢাকায় রাস্তার তুলনায় গাড়ি বেশি। এসব বিষয়ে বহু আগে থেকেই পরিকল্পনা করতে হয়। তা কখনো হয়নি। এ অবস্থা থেকে মুক্তি পেতে ঢাকার পরিসর বাড়াতে ও জনঘনত্ব কমাতে হবে। যোগাযোগব্যবস্থাও ভালো করতে হবে। রাজধানীকে বসবাসের উপযোগী করতে হলে এখান থেকে শিল্পকারখানা দূরে সরাতে হবে। অবসান ঘটাতে হবে সবকিছু ঢাকাকেন্দ্রিক প্রবণতার। ঢাকার উন্নয়নে আমলা নয়, নগর বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের মতামতের গুরুত্ব থাকা উচিত। বিশেষ করে যানজট রোধে অগ্রাধিকার দেওয়া জরুরি।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে