রাজধানী ঢাকা অচল নগরীর শিরোপা অর্জনের জন্য লড়ছে বললেও খুব বেশি বাড়িয়ে বলা হবে না। দেড় কোটি মানুষের এ মহানগরীর সড়কে বেরোলেই ভয়াবহ যানজটের শিকার হতে হয়। যেখানে সেখানে বাজার ও শপিং মল ঢাকার অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর আবাসিক এলাকাগুলো বৈশিষ্ট্য হারিয়ে বাণিজ্যিক এলাকায় পরিণত হচ্ছে। যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তূপ সব সম্ভবের এই নগরীতে। রাজধানীতে প্রয়োজনের তুলনায় সড়ক কম। সেই সড়কের বড় অংশও থাকে অপদখলে। হাঁটার পথে সাজিয়ে রাখা হয় পসরা। রাজধানীর জলাশয়গুলোর অবস্থা তথৈবচ। অস্তিত্ব হারাতে বসেছে রাজধানীর চারটি নদ-নদী দখল ও দূষণে। লেক-খালগুলোও অস্তিত্ব সংকটে ভুগছে। রাজধানীর উন্নয়নে নানা প্রকল্প হাতে নেওয়া হলেও সবকিছু করা হচ্ছে যেনতেনভাবে। বিশেষজ্ঞদের মতে ঢাকা মহানগরী ঐতিহ্যগতভাবে একটি অপরিকল্পিত নগরী। ঢাকার উন্নয়নে নানা সময় বিভিন্ন সরকার অপরিকল্পিত নীতি গ্রহণ করেছে, যার ফলে ঢাকা শহরে মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশই নেই। ঢাকার রাজপথে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে বিশাল অঙ্কের টাকা খরচ করে। সে সিগন্যাল কাজ করে না। পুলিশ হাত তুলে যান নিয়ন্ত্রণ করে। ঢাকায় অপরিকল্পিত নগরায়ণ ও অব্যবস্থাপনা থামাতে আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে কারণ এ নগরীর জনঘনত্ব অনেক। ঢাকায় রাস্তার তুলনায় গাড়ি বেশি। এসব বিষয়ে বহু আগে থেকেই পরিকল্পনা করতে হয়। তা কখনো হয়নি। এ অবস্থা থেকে মুক্তি পেতে ঢাকার পরিসর বাড়াতে ও জনঘনত্ব কমাতে হবে। যোগাযোগব্যবস্থাও ভালো করতে হবে। রাজধানীকে বসবাসের উপযোগী করতে হলে এখান থেকে শিল্পকারখানা দূরে সরাতে হবে। অবসান ঘটাতে হবে সবকিছু ঢাকাকেন্দ্রিক প্রবণতার। ঢাকার উন্নয়নে আমলা নয়, নগর বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের মতামতের গুরুত্ব থাকা উচিত। বিশেষ করে যানজট রোধে অগ্রাধিকার দেওয়া জরুরি।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
সমস্যাক্রান্ত ঢাকা
অপরিকল্পিত নগরায়ণের পরিণতি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর