বাংলাদেশের বেশির ভাগ এলাকায় একাধিকবার ধান চাষ হলেও হাওর এলাকায় মাত্র একবার কৃষকের গোলায় ধান ওঠে। এ ধানই হাওর এলাকার সিংহভাগ মানুষের একমাত্র জীবিকা। হাওরের ধান শুধু ওই এলাকার মানুষের পেটের ভাত জোগায় না, দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ বাস্তবতাকে কেউ অস্বীকার না করলেও হাওরের ধান ‘আমলাতান্ত্রিকতার’ ছোবলে প্রায়ই মার খাচ্ছে। হাওর এলাকায় আগাম বন্যা এলেই নষ্ট হয়ে যায় মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের ফসল। বন্যা রোধের জন্য নির্মিত বাঁধে শুভঙ্করের ফাঁকি থাকায় শুধু ওই এলাকা নয়- সারা দেশকেই খাদ্যাভাবের দিকে ঠেলে দেয়। এ বছরও আগাম বন্যায় ভেসে গেছে হাওরের বিস্তীর্ণ এলাকার ফসল। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক উপদ্রূত এলাকা সফরকালে বলেছেন, হাওরে বড় ক্ষতি হলে দেশের ওপর বিরাট প্রভাব ফেলবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। সারা বিশ্বে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকটের আশঙ্কা আছে। এ দুটি দেশ সারা বিশ্বের বৃহৎ গম উৎপাদক ও রপ্তানিকারক। হাওরের ফসল যদি আরও কিংবা পুরোটা নষ্ট হয় তখন চালের দাম বেড়ে যাবে। আগাম বন্যার কারণে ধানের দাম বাড়লে আমাদের কাছে আর জবাব থাকে না। তারপরও সরকার চেষ্টা চালাচ্ছে হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে। হাওর এলাকার বাঁধগুলো অনেক ক্ষেত্রে সময়মতো সংস্কার হয় না। এ ক্ষেত্রে বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণে বিদ্যমান নীতিমালা প্রয়োজনে পুনর্মূল্যায়ন করতে হবে। আগাম বন্যার ক্ষতি রোধ করা না গেলেও বাঁধ নির্মাণ ও সংস্কার সম্পর্কে মন্ত্রীর বক্তব্য হতাশার মধ্যেও আলো জাগিয়েছে। আমরা এ কলামে বারবার দৃষ্টিপাত করেছি হাওরের বাঁধ নির্মাণে ‘এলোমেলো করে দে মা লুটেপুটে খাই’ পদ্ধতির অবসান ঘটাতে হবে। বাঁধ নির্মাণের সঙ্গে কৃষকদের যুক্ত করলে তাদের স্বার্থেই গড়ে উঠবে টেকসই বাঁধ। ফসল রক্ষা অনেকাংশে নিশ্চিত হবে। নিশ্চিত হবে হাওরবাসীর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা।
শিরোনাম
- খাগড়াছড়িতে ‘পদোন্নতি বঞ্চিত’ প্রভাষকদের কর্মবিরতি শুরু
- কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
- ১২৪ রানের ছোট লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, ঘরের মাঠেই লজ্জার হার
- প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী