বাংলাদেশের বেশির ভাগ এলাকায় একাধিকবার ধান চাষ হলেও হাওর এলাকায় মাত্র একবার কৃষকের গোলায় ধান ওঠে। এ ধানই হাওর এলাকার সিংহভাগ মানুষের একমাত্র জীবিকা। হাওরের ধান শুধু ওই এলাকার মানুষের পেটের ভাত জোগায় না, দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ বাস্তবতাকে কেউ অস্বীকার না করলেও হাওরের ধান ‘আমলাতান্ত্রিকতার’ ছোবলে প্রায়ই মার খাচ্ছে। হাওর এলাকায় আগাম বন্যা এলেই নষ্ট হয়ে যায় মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের ফসল। বন্যা রোধের জন্য নির্মিত বাঁধে শুভঙ্করের ফাঁকি থাকায় শুধু ওই এলাকা নয়- সারা দেশকেই খাদ্যাভাবের দিকে ঠেলে দেয়। এ বছরও আগাম বন্যায় ভেসে গেছে হাওরের বিস্তীর্ণ এলাকার ফসল। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক উপদ্রূত এলাকা সফরকালে বলেছেন, হাওরে বড় ক্ষতি হলে দেশের ওপর বিরাট প্রভাব ফেলবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। সারা বিশ্বে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকটের আশঙ্কা আছে। এ দুটি দেশ সারা বিশ্বের বৃহৎ গম উৎপাদক ও রপ্তানিকারক। হাওরের ফসল যদি আরও কিংবা পুরোটা নষ্ট হয় তখন চালের দাম বেড়ে যাবে। আগাম বন্যার কারণে ধানের দাম বাড়লে আমাদের কাছে আর জবাব থাকে না। তারপরও সরকার চেষ্টা চালাচ্ছে হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে। হাওর এলাকার বাঁধগুলো অনেক ক্ষেত্রে সময়মতো সংস্কার হয় না। এ ক্ষেত্রে বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণে বিদ্যমান নীতিমালা প্রয়োজনে পুনর্মূল্যায়ন করতে হবে। আগাম বন্যার ক্ষতি রোধ করা না গেলেও বাঁধ নির্মাণ ও সংস্কার সম্পর্কে মন্ত্রীর বক্তব্য হতাশার মধ্যেও আলো জাগিয়েছে। আমরা এ কলামে বারবার দৃষ্টিপাত করেছি হাওরের বাঁধ নির্মাণে ‘এলোমেলো করে দে মা লুটেপুটে খাই’ পদ্ধতির অবসান ঘটাতে হবে। বাঁধ নির্মাণের সঙ্গে কৃষকদের যুক্ত করলে তাদের স্বার্থেই গড়ে উঠবে টেকসই বাঁধ। ফসল রক্ষা অনেকাংশে নিশ্চিত হবে। নিশ্চিত হবে হাওরবাসীর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা।
শিরোনাম
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ সংসদীয় আসনই থাকবে: হাইকোর্ট
- ইতিহাসে প্রথম: কার্বন শোষণ নয় ছাড়ছে গাছ, বিজ্ঞানীদের নতুন উদ্বেগ
- কর্মবিরতিতে কোটালীপাড়ায় ১৮৭ বিদ্যালয়ে ক্লাস হয়নি
- চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
- পারমাণবিক জ্বালানি উৎপাদনে চীনের নতুন ইতিহাস
- ১১ কোটির অবৈধ সম্পদ : বেনজীরের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের
- মুক্তিযুদ্ধের সময় নিজ পরিবারের অবস্থান জানালেন মির্জা ফখরুল
- সাবেক মন্ত্রী উবায়দুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ