বাংলাদেশের বেশির ভাগ এলাকায় একাধিকবার ধান চাষ হলেও হাওর এলাকায় মাত্র একবার কৃষকের গোলায় ধান ওঠে। এ ধানই হাওর এলাকার সিংহভাগ মানুষের একমাত্র জীবিকা। হাওরের ধান শুধু ওই এলাকার মানুষের পেটের ভাত জোগায় না, দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ বাস্তবতাকে কেউ অস্বীকার না করলেও হাওরের ধান ‘আমলাতান্ত্রিকতার’ ছোবলে প্রায়ই মার খাচ্ছে। হাওর এলাকায় আগাম বন্যা এলেই নষ্ট হয়ে যায় মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের ফসল। বন্যা রোধের জন্য নির্মিত বাঁধে শুভঙ্করের ফাঁকি থাকায় শুধু ওই এলাকা নয়- সারা দেশকেই খাদ্যাভাবের দিকে ঠেলে দেয়। এ বছরও আগাম বন্যায় ভেসে গেছে হাওরের বিস্তীর্ণ এলাকার ফসল। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক উপদ্রূত এলাকা সফরকালে বলেছেন, হাওরে বড় ক্ষতি হলে দেশের ওপর বিরাট প্রভাব ফেলবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। সারা বিশ্বে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকটের আশঙ্কা আছে। এ দুটি দেশ সারা বিশ্বের বৃহৎ গম উৎপাদক ও রপ্তানিকারক। হাওরের ফসল যদি আরও কিংবা পুরোটা নষ্ট হয় তখন চালের দাম বেড়ে যাবে। আগাম বন্যার কারণে ধানের দাম বাড়লে আমাদের কাছে আর জবাব থাকে না। তারপরও সরকার চেষ্টা চালাচ্ছে হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে। হাওর এলাকার বাঁধগুলো অনেক ক্ষেত্রে সময়মতো সংস্কার হয় না। এ ক্ষেত্রে বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণে বিদ্যমান নীতিমালা প্রয়োজনে পুনর্মূল্যায়ন করতে হবে। আগাম বন্যার ক্ষতি রোধ করা না গেলেও বাঁধ নির্মাণ ও সংস্কার সম্পর্কে মন্ত্রীর বক্তব্য হতাশার মধ্যেও আলো জাগিয়েছে। আমরা এ কলামে বারবার দৃষ্টিপাত করেছি হাওরের বাঁধ নির্মাণে ‘এলোমেলো করে দে মা লুটেপুটে খাই’ পদ্ধতির অবসান ঘটাতে হবে। বাঁধ নির্মাণের সঙ্গে কৃষকদের যুক্ত করলে তাদের স্বার্থেই গড়ে উঠবে টেকসই বাঁধ। ফসল রক্ষা অনেকাংশে নিশ্চিত হবে। নিশ্চিত হবে হাওরবাসীর পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
হাওরের বাঁধ
কৃষকদের হাতে দায়িত্ব দিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর