জন্মনিবন্ধন সনদ পেতে রাজধানীসহ সারা দেশে চলছে জনভোগান্তি। রাজধানীতে এ ভোগান্তি সীমা অতিক্রম করতে চলেছে। জন্মনিবন্ধন সনদের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাগরিকদের কাছে। সন্তানদের স্কুলে ভর্তি করতে লাগছে জন্মনিবন্ধন সনদ, সরকারি ১৮টি সেবার জন্য জন্মনিবন্ধন অপরিহার্য হয়ে উঠেছে। সেহেতু এ সনদ পেতে আগ্রহী হয়ে উঠেছে গ্রাম ও শহরের মানুষ। ফলে স্থানীয় সরকার অফিসগুলোয় প্রতিদিনই লোকজন আসছে নতুন জন্মনিবন্ধন করতে, আগের জন্মনিবন্ধনের নাম কিংবা অন্য কোনো ভুল তথ্য সংশোধন করতে। অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধনের জন্য আবেদন করেও দিনের পর দিন ঘুরেও সনদ পাওয়া কঠিন হয়ে পড়েছে। বকশিশ না দিলে সনদ পেতে ঘোরানোর অভিযোগ ওপেন সিক্রেট। জন্মনিবন্ধন ভুল সংশোধনের জন্য সিটি করপোরেশনের আঞ্চলিক অফিস ও ডিসি অফিসে কয়েক দফা ঘুরেও সনদ না পাওয়ার অভিযোগ অনেকের। অনেকে এক যুগ আগে হাতে লেখা জন্মনিবন্ধন সনদ নিলেও এখন ওয়েবসাইটে সে তথ্যের মিল না থাকায় ভোগান্তির মুখে পড়েছেন। আবার অনেকে অনলাইনে সনদ নিয়েছিলেন, কিন্তু যাদের সনদ নম্বর ১৭ ডিজিটের কম, তাদের তথ্যও ওয়েবসাইটে নেই। ওয়েবসাইটে অনেকের জন্মনিবন্ধন উঠলেও নামের বানান ভুল করে ওঠানো হয়েছে। বানান বা ছোটখাটো সংশোধন করতে এসেও রাজধানীসহ সারা দেশে ভোগান্তির মুখে পড়তে হয়। প্রথমে আঞ্চলিক অফিস পরে সেটি নিয়ে যেতে হয় ডিসি অফিসে। ছোটখাটো ভুল সংশোধনে মানুষ যে চরম ভোগান্তিতে পড়ছে, তা স্বীকার করে জনপ্রতিনিধিরাও এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন। নিবন্ধন ও সংশোধনের দায়িত্ব কেন জনপ্রতিনিধিদের হাতে থাকবে না এমন প্রশ্ন ভুক্তভোগীদের। জননিবন্ধন সনদ নিয়ে ভোগান্তির নিরসনে এ দায়িত্বটি জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়া উচিত। এতে ভোগান্তি যেমন কমবে তেমন জন্মনিবন্ধনের ক্ষেত্রে ভুলভ্রান্তি ও দুর্নীতি হ্রাস পাবে। কারণ জনপ্রতিনিধিদের পক্ষে সংশ্লিষ্ট এলাকার তথ্যউপাত্ত যত সহজে সংগ্রহ করা সম্ভব হয় অন্যদের পক্ষে তা ততটাই কঠিন।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
জন্মনিবন্ধনে ভোগান্তি
জনপ্রতিনিধিদের দায়িত্ব দিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর