জন্মনিবন্ধন সনদ পেতে রাজধানীসহ সারা দেশে চলছে জনভোগান্তি। রাজধানীতে এ ভোগান্তি সীমা অতিক্রম করতে চলেছে। জন্মনিবন্ধন সনদের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নাগরিকদের কাছে। সন্তানদের স্কুলে ভর্তি করতে লাগছে জন্মনিবন্ধন সনদ, সরকারি ১৮টি সেবার জন্য জন্মনিবন্ধন অপরিহার্য হয়ে উঠেছে। সেহেতু এ সনদ পেতে আগ্রহী হয়ে উঠেছে গ্রাম ও শহরের মানুষ। ফলে স্থানীয় সরকার অফিসগুলোয় প্রতিদিনই লোকজন আসছে নতুন জন্মনিবন্ধন করতে, আগের জন্মনিবন্ধনের নাম কিংবা অন্য কোনো ভুল তথ্য সংশোধন করতে। অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধনের জন্য আবেদন করেও দিনের পর দিন ঘুরেও সনদ পাওয়া কঠিন হয়ে পড়েছে। বকশিশ না দিলে সনদ পেতে ঘোরানোর অভিযোগ ওপেন সিক্রেট। জন্মনিবন্ধন ভুল সংশোধনের জন্য সিটি করপোরেশনের আঞ্চলিক অফিস ও ডিসি অফিসে কয়েক দফা ঘুরেও সনদ না পাওয়ার অভিযোগ অনেকের। অনেকে এক যুগ আগে হাতে লেখা জন্মনিবন্ধন সনদ নিলেও এখন ওয়েবসাইটে সে তথ্যের মিল না থাকায় ভোগান্তির মুখে পড়েছেন। আবার অনেকে অনলাইনে সনদ নিয়েছিলেন, কিন্তু যাদের সনদ নম্বর ১৭ ডিজিটের কম, তাদের তথ্যও ওয়েবসাইটে নেই। ওয়েবসাইটে অনেকের জন্মনিবন্ধন উঠলেও নামের বানান ভুল করে ওঠানো হয়েছে। বানান বা ছোটখাটো সংশোধন করতে এসেও রাজধানীসহ সারা দেশে ভোগান্তির মুখে পড়তে হয়। প্রথমে আঞ্চলিক অফিস পরে সেটি নিয়ে যেতে হয় ডিসি অফিসে। ছোটখাটো ভুল সংশোধনে মানুষ যে চরম ভোগান্তিতে পড়ছে, তা স্বীকার করে জনপ্রতিনিধিরাও এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন। নিবন্ধন ও সংশোধনের দায়িত্ব কেন জনপ্রতিনিধিদের হাতে থাকবে না এমন প্রশ্ন ভুক্তভোগীদের। জননিবন্ধন সনদ নিয়ে ভোগান্তির নিরসনে এ দায়িত্বটি জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়া উচিত। এতে ভোগান্তি যেমন কমবে তেমন জন্মনিবন্ধনের ক্ষেত্রে ভুলভ্রান্তি ও দুর্নীতি হ্রাস পাবে। কারণ জনপ্রতিনিধিদের পক্ষে সংশ্লিষ্ট এলাকার তথ্যউপাত্ত যত সহজে সংগ্রহ করা সম্ভব হয় অন্যদের পক্ষে তা ততটাই কঠিন।
শিরোনাম
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
জন্মনিবন্ধনে ভোগান্তি
জনপ্রতিনিধিদের দায়িত্ব দিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর