মাদক তৈরির এক কারিগরকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব। যেনতেন প্রকারের মাদক ব্যবসায়ী বা মাদক তৈরির কারিগর নন তিনি। একাধারে উচ্চশিক্ষিত অন্যদিকে ধনাঢ্য পরিবারের সন্তান। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিয়ে তিনি দেশে ফেরেন। দেশে ফিরে পৈতৃক টেক্সটাইল ব্যবসা দেখভালের দায়িত্ব পান। তবে শিল্পপতি হিসেবে আত্মপ্রকাশের চেয়ে ‘বিজ্ঞানী’ হওয়ার ব্যাপারে তিনি আগ্রহী হয়ে পড়েন। তা-ও আবার যে সে নয়, মাদকবিজ্ঞানী। দেশে এসে টেক্সটাইল ব্যবসা দেখার পাশাপাশি শুরু করেন মাদক নিয়ে গবেষণা। বিভিন্ন দেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ‘কুশ’, ‘হেম্প’, ‘মলি’, ‘ফেনটানল’-এর মতো মাদকের চালান দেশে এনে বাজারজাত করেন সফলভাবে। পরে ভয়ংকর ওই সব মাদক দেশে উৎপাদন ও বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্দেশে তাপ নিয়ন্ত্রণ গ্রো-টেন্টও তৈরি করেন। নিজের উদ্যোগেই অতি গোপনে শুরু করেছিলেন মাদকের চাষ। তবে শেষরক্ষা হয়নি ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদের (৩৮)। দেশে প্রথমবারের মতো কুশ মাদকের চালান উদ্ধার এবং এ মাদক তৈরির হোতা সাঈদকে গ্রেফতারের পর এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছে র্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেছেন, সোমবার গুলশান থেকে ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক এবং ২ কোটি ৪০ লাখ টাকা ও অর্ধকোটি টাকা মূল্যের ডলার উদ্ধার করা হয়। পরে সাঈদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে গিয়ে বাণিজ্যিকভাবে মাদক চাষের সেটআপ আবিষ্কারে সক্ষম হন র্যাব সদস্যরা। র্যাব সদস্যদের ধারণা, পড়াশোনার জন্য বিদেশে গিয়ে মাদক কারবারি চক্রের সঙ্গে যুক্ত হন সাঈদ। অবিশ্বাস্য লাভজনক বিভিন্ন মাদক উৎপাদনের পদ্ধতিও তিনি আয়ত্তে আনেন। ২০১৯ সাল থেকে সাঈদ দেশে বেশ নিরাপদেই চালাচ্ছিলেন মাদক ব্যবসা। আত্মীয়স্বজনের নামে বিদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমদানি করতেন মাদক। আত্মীয়স্বজনরা জানতেন না তাদের ব্যবহার করে কত বড় অপরাধ সংঘটিত হচ্ছে। কিন্তু র্যাব গোয়েন্দাদের কারণে সাঈদের শেষরক্ষা হয়নি। আমরা আশা করব এ চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
নতুন ধরনের মাদক
অপরাধীরা যেন পার না পায়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর