বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার সন্ধ্যার ঘণ্টাখানেক পর বাংলাদেশের উপকূলভাগে আঘাত হানে। অমাবস্যার ভয়াল ক্ষণে সৃষ্ট এ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলভাগের বিস্তীর্ণ এলাকা ৯ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়ে অন্তত ১৫ জন মারা গেছেন। বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সময়মতো স্থানান্তর করায় জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ছিল ৭ নম্বর বিপৎসংকেত। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী এবং অদূরবর্তী দ্বীপ ও নিচু এলাকা ৭ নম্বর বিপৎসংকেতের আওতায় ছিল। সোমবার চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার ও তাদের অদূরবর্তী দ্বীপ, চরসহ বিভিন্ন এলাকা ৬ নম্বর বিপৎসংকেতের আওতায় ছিল। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে ৩ নম্বর নৌ-বিপৎসংকেত দেখাতে বলা হয়। সিত্রাং বাংলাদেশের উপকূলভাগে আঘাত হানার আগেই দুর্বল হয়ে পড়ে এবং মাঝারি মানের ঘূর্ণিঝড়ে পরিণত হয়। দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাতে আমন ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলভাগের কিছু এলাকায় নষ্ট হয়েছে মাছের ঘের। বড় ধরনের ক্ষতি না হলেও এ বছর একের পর এক বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে কৃষক যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, সিত্রাং সে কষ্ট আরও বাড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঘূর্ণিঝড়ে আমন ধানের ক্ষয়ক্ষতি খাদ্য সংকটে ইন্ধন জোগাবে। সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের জীবনযাত্রায় তার প্রভাব পড়বে। আমরা আশা করব, সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ এবং জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি
কৃষি পুনর্বাসনের উদ্যোগ নিন
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর